আবারও কুতিনহোর জন্য লিভারপুলের 'না'
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কুতিনহোকে দলে নিতে গ্যারেথ বেলের সমান ১০০ মিলিয়ন ইউরোতেও রাজি নয় লিভারপুল। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কুতিনহোর জন্য ১০০ মিলিয়ন ইউরোর নতুন প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু লিভারপুল সেটিও ফিরিয়ে দিয়েছে। ইয়ুর্গেন ক্লপ আগেই বলেছিলেন, কোনোভাবেই কুতিনহোকে ছাড়তে রাজি নন তিনি।
নেইমারের বিদায়ের পরেই শোনা যাচ্ছিল, কুতিনহো বার্সার প্রথম পছন্দ। কিন্তু ৮৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব শুরুতে ফিরিয়ে দেয় লিভারপুল। বার্সা এরপর আবার ১০০ মিলিয়নের প্রস্তাব দেয়। কিন্তু এবারও লিভারপুল তাতে রাজি হয়নি। লিভারপুল জানিয়ে দিয়েছে, কুতিনহোকে বিক্রির জন্য নন। এই মৌসুমেই ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সাথে নতুন চুক্তি হয়েছে লিভারপুলের।