এবার এমবাপ্পে পিএসজিতে?
কদিন আগেই নেইমারকে কেনার জন্য ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড গড়েছে পিএসজি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নেইমারকে না আনলে কিলিয়ান এমবাপ্পেকে দিয়েই নতুন রেকর্ড গড়ত ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। মার্কাসহ স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এমবাপ্পের জন্য মোনাকোর সঙ্গে এর মধ্যেই পিএসজির সমঝোতা হয়ে গেছে। সেজন্য তাদের খরচ করতে হচ্ছে ১৮০ মিলিয়ন ইউরো!
গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অনূর্ধ্ব ২০ বছর বয়সী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছিলেন এমবাপ্পে। তরুণ এই ফরোয়ার্ডের ওপর চোখ ছিল অনেক ক্লাবেরই। তবে এই মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদই সেই দৌড়ে অনেকটা এগিয়ে গেছে বলে মনে হচ্ছিল। এমবাপ্পের জন্য ১৫০ মিলিয়ন খরচ করতে পারে, এও শোনা যাচ্ছিল। কিন্তু হঠাৎ রিয়াল সেই দৌড় থেকে নিজেদের সরিয়ে নিল কেন?
স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, রিয়াল এমবাপ্পেকে টাকা দিতে রাজি হলেও তাঁর জন্য বছরে ১২ মিলিয়ন ইউরো বেতন খরচ করতে রাজি হয়নি। রিয়াল বলছে, একজন তরুণ ফুটবলারের জন্য তারা বেতনকাঠামোতে পরিবর্তন আনবে না। সেজন্যই এমবাপ্পের বাবা পিএসজিতে তাঁর ছেলেকে নেওয়ার ব্যাপারেই চেষ্টা করছেন। সেটা সত্যি কি না, বোঝা যাবে কদিনের মধ্যেই।