আর্সেনালকে মাটিতে নামিয়ে আনল স্টোক
স্টোকের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামটা আর্সেনালের জন্য বরাবরই অপয়া। এই মাঠে সর্বশেষ ৭ দেখায় ওয়েঙ্গারের শিষ্যরা জয়ের মুখ দেখেছেন কেবল একবার, হার তিনটিতে। লেস্টারের বিপক্ষে গত সপ্তাহে স্মরণীয় এক জয়ের পর আর্সেনালকে এভাবে মাটিতে নামিয়ে আনবে স্টোক- এমনটা হয়তো ভাবেননি খোদ আর্সেনাল সমর্থকরাও। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্টোকের ‘বধ্যভূমি’ থেকে আবারো হেরে এসেছে গানাররা। অভিষেকে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা হেসের একমাত্র গোলে ‘পটার্স’দের কাছে আর্সেনালের হারটা ১-০ গোলের। ফলশ্রুতিতে আবারো মৌসুমের প্রথম দুই ম্যাচে জিততে ব্যর্থ হলেন ওয়েঙ্গার।
আরও পড়ুনঃ আবারও চার গোলে জিতল ম্যান ইউনাইটেড
রিয়াল মাদ্রিদে দুর্দান্ত শুরু করলেও ইঞ্জুরি, ফর্মহীনতার কারণে বেশিদিন টিকতে পারেননি প্রিয় ক্লাব। পিএসজি, লাস পালমাস ঘুরে পাড়ি জমিয়েছেন স্টোকে। ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে ওঠা হেসে যেন আজ জানান দিলেন, এখনো হারিয়ে যাননি তিনি। বিস্ময়করভাবে যার ট্যাকেলের কারণে মাঠের বাইরে ছিলেন প্রায় বছরখানেক, সেই কোলাসিনাচের বিপক্ষেই অভিষেকটা স্মরণীয় করে রাখলেন হেসে। অবশ্য গোলটা পেয়ে যেতে পারতেন অনেক আগেই। মাত্র ৪ মিনিটের মাথায়ই চেককে পরীক্ষায় ফেলেছিলেন তিনি। প্রথমার্ধে রীতিমত এক দুর্গই হয়েছিলেন স্টোক কিপার জ্যাক বাটল্যান্ড। ইংল্যান্ডে নিজের প্রথম গোল পেতে মাত্র ৯৪ সেকেন্ড সময় নেওয়া লাকাজেত আজ ছিলেন একেবারেই নিষ্প্রভ। ওজিল, শাকারাও ছিলেন নিজেদের ছায়া হয়েই।
প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক সূচনা করেছিল স্টোক। ফলাফলটাও পেয়ে যায় হাতেনাতে। ৪৭ মিনিটে প্রতি আক্রমণে বেরাহিনোর পাস থেকে বাঁ-পায়ের নিঁখুত শটে চেককে পরাস্ত করে উল্লাসে ফেটে পড়েন হেসে। হেসের গোলের পর ম্যানেজার মার্ক হিউজ এবং স্টোক সমর্থকদের উদযাপনই বলে দিচ্ছিল, হীরে চিনতে ভুল করেননি তারা। হেসেও যেন জানান দিলেন, এখনো শেষ হয়ে যাননি তিনি। ৬২ মিনিটে আরেক প্রতি আক্রমণে বেরাহিনোর হেড চেক না ঠেকালে ব্যবধান দ্বিগুণই করে ফেলতো ‘পটার্স’রা। ম্যাচের ৭৩ মিনিটে আশে সবচেয়ে বড় বিতর্ক। জিরুর পাস থেকে লাকাজেতের আগুনে শট জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজান লাইনসম্যান। কিন্তু রিপ্লেতে দেখা যাচ্ছিল, অনসাইডেই ছিলেন আর্সেনালের ‘নাম্বার নাইন’। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও বাটল্যান্ড নামক ‘দুর্গ’কে পরাস্ত করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়েন ওয়েঙ্গারের শিষ্যরা।
আরও পড়ুনঃ অবশেষে জয়ের 'মানে' খুঁজে পেল লিভারপুল