• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'আমার গোল ইউনাইটেড ভক্তরাও উপভোগ করেছে'

    'আমার গোল ইউনাইটেড ভক্তরাও উপভোগ করেছে'    

     

    প্রিমিয়ার লিগে নিজের ১০০ তম গোল করেছিলেন এই ইতিহাদ স্টেডিয়ামেই। সেই ‘বাইসাইকেল’ কিকসহ বহুবার সিটিজেনদের হতাশায় ডুবিয়েছেন ওয়েইন রুনি। ইউনাইটেড ছেড়ে এভারটনে এসেও সিটির বিপক্ষে দারুণ এক গোল করেছেন। ম্যাচ শেষে রুনি বলছেন, তার এই গোলে এভারটনের মতো ইউনাইটেড ভক্তরাও হয়তো সমান আনন্দ পেয়েছেন।

     

    অ্যালান শিয়ারারের পর দ্বিতীয় ফুটবলার হিসাবে প্রিমিয়ার লিগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ৩৫ মিনিটে করা তার গোলেই এগিয়ে গিয়েছিল এভারটন। সিটির ভক্তরা যে রুনির গোল একেবারেই সহ্য করতে পারেনি, সেটা তাদের মুখভঙ্গিই বলে দিচ্ছিল। রুনি জানিয়েছেন, সিটির বিপক্ষে গোলটা করে ভালোই লেগেছে, “গোলের মুহূর্তটা আনন্দদায়ক ছিল। ম্যাচের ওই মুহূর্তে দলকে এগিয়ে নিতে পেরে খুশিই ছিলাম। ভক্তরাও উপভোগ করেছে গোলটা। আমি নিশ্চিত, ইউনাইটেড ভক্তরাও গোলটা একই ভাবে উপভোগ করেছে!”

     


     

    তার গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছেড়েছে এভারটন। এই ফলাফলে খানিকটা হতাশ রুনি, “ম্যাচের আগে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকার কথা ভেবেছিলাম। কিন্তু যেভাবে আমরা খেলেছি, জয় না পাওয়ায় একটু হতাশ। সিটি দারুণ খেলেছে, আমাদের অনেক সুযোগ বৃথা গেছে তাদের রক্ষণভাগের কারণে। আর একটা গোল করতে পারলেই হতো।”