'পাঁচ বছরের মধ্যে পগবা ব্যালন ডি অর জিতবে'
নেইমারের আগে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে ‘দামী’ ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমে খুব একটা আলো ছড়াতে পারেননি পল পগবা। তবে এই মৌসুমের প্রথম দুই ম্যাচেই পেয়েছেন গোল। পগবার ইউনাইটেড সতীর্থ অ্যান্থনি মার্শিয়াল বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই ব্যালন ডি অর জিতবেন পগবা।
ওয়েস্ট হাম ও সোয়ানসি সিটির বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন। মার্শিয়াল মনে করেন, পগবা এখন সময়ের সেরা মিডফিল্ডার, “আমি বলব পগবা এখনকার দিনের সেরা মিডফিল্ডার। সে মানসিকভাবে অনেক শক্ত, নিজের ওপর পূর্ণ আস্থা আছে তার। সে যেভাবে খেলছে এবং নিজের খেলাকে এগিয়ে নিচ্ছে, আগামী পাঁচ বছরের মাঝেই ব্যালন ডি অর জিতে যাওয়ার সম্ভাবনা আছে।”
২৪ বছর বয়সী পগবার এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে বলেই জানালেন মার্শিয়াল, “তার কৌশল দুর্দান্ত। তবে এখনো সে তরুণ, সামনে অনেক সময় পরে রয়েছে। যদি সে পরিশ্রমটা চালিয়ে যায় তাহলে ভবিষ্যতে আরও ভালো করতে পারবে।”
শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ‘মজার’ মানুষ পগবা, জানালেন মার্শিয়াল, “সে খুবই মজার একজন মানুষ। তাকে তো সবসময়ই হাসতে দেখি! গম্ভীর অবস্থায় একেবারেই থাকে না সে। পগবা আমার অনেক ভালো আকজন বন্ধু। মাঠের ভেতরে বাইরে দুই জায়গাতেই একইরকম সে। ভবিষ্যতেও সে এরকমই থাকবে এটাই আশা করি।”