• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    এমবাপ্পের ওপর চটেছেন মোনাকো সমর্থকেরা!

    এমবাপ্পের ওপর চটেছেন মোনাকো সমর্থকেরা!    

    কোথায় যাবেন কিলিয়ান এমবাপ্পে? নাকি মোনাকোতেই থাকবেন? প্রথমে শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদের নাম। পরে ম্যানচেস্টার সিটি। তবে এমবাপ্পের সম্ভাব্য নতুন ক্লাবের তালিকায় সবচেয় বেশি শোনা যাচ্ছে ফ্রান্সেরই আরেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর নাম। স্কাই স্পোর্টস জানিয়েছে এমবাপ্পের ব্যাপারে অনেক দূর এগিয়েছে পিএসজি। খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে চুক্তিটাও! এদিকে এমবাপ্পের বেতন বাড়ানোর দাবিতে ভীষণ খেপেছেন মোনাকো সমর্থকেরা। 

    এমবাপ্পের জন্য ১৮০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি পিএসজি। প্রথমে গুজব রটেছিল এমনই। এরপর আবার গতকাল শোনা গেল ১৪৩ মিলিয়ন ইউরোর সাথে লুকাস মউরাকেও মোনাকোর কাছে দিতে রাজি আছে পিএসজি, এমবাপ্পের বিনিময়ে। যেখানে এমবাপ্পের বার্ষিক আয় হতে পারে ১৮ মিলিয়ন ইউরো!

    তবে ফ্রেঞ্চ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এক শর্তে মোনাকোতে থেকে যাবেন এই টিন এজ স্ট্রাইকার। যদি তাকে ক্লাবের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় বানানো হয়! বর্তমানে অধিয়ানক রাদামেল ফ্যালকাও মোনাকোর সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। বার্ষিক ৭ মিলিয়ন ইউরো আয় করেন তিনি। ফ্রেঞ্চ খেলোয়াড় হওয়ায় তার কর পরিশোধ করে এমবাপ্পেকে সর্বোচ্চ বেতন দিতে গেলে ফ্যালকাওয়ের চেয়ে অনেক বেশি খরচ করতে হবে মোনাকোকে। এমবাপ্পে মাত্র কয়েকদিন আগেই ২০১৯ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন মোনাকোর সাথে।      


    নিজেদের ক্লাবের খেলোয়াড়ের সাথে প্রতিদ্বন্দ্বী ক্লাবের এসব গুজবে বেজায় চটেছেন মোনাকো সমর্থকেরা। এমবাপ্পের দলবদলের ব্যাপারে অনেকদিন ধরে গুঞ্জন চললেও, বেতন বাড়ানোর শর্তের কথা শুনে শেষ পর্যন্ত মুখ খুলেছেন তারা। ক্লাব সমর্থকেরা একটা বিবৃতিই প্রকাশ করে ফেলেছেন এমবাপ্পেকে নিয়ে! তাদের দাবি, লিগ ওয়ানে মাত্র ৪১ টি ম্যাচ খেলে ১৬ গোল করা খেলোয়াড়ের এতো টাকা দাবি করা সমীচিন নয়। নিজেকে প্রমাণ না করেই অস্বাভাবিক বেতন বাড়ানোর দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সমর্থকেরা। ক্লাবের প্রতি এমবাপ্পের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আর এমবাপ্পে যদি ছাড়তেই হয় তাকে যেন ফ্রান্সের কোনো ক্লাবের কাছে বিক্রি না করা হয় মোনাকোর কাছে সেই দাবি তুলেছেন সমর্থকেরা।