• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইংল্যান্ডের হয়ে আর খেলবেন না রুনি

    ইংল্যান্ডের হয়ে আর খেলবেন না রুনি    

    বিনা মেঘে বজ্রপাতের মতোই এলো ঘোষণাটা। এভারটনের হয়ে প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচেই গোল পেয়েছিলেন, ৩১ বছর বয়সে সেই পুরনো রুনিই যেন ফিরলেন। কিন্তু আজ এক বার্তায় জানিয়ে দিলেন, ইংল্যান্ডের জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

    ম্যানচেস্টার সিটির সাথে এভারটনের ম্যাচের দিন মাঠে উপস্থিত ছিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। পুরো ম্যাচেই রুনির ছিলেন সপ্রতিভ, প্রিমিয়ার লিগে নিজের ২০০ তম গোলও করেছিলেন ইংল্যান্ড কোচের উপস্থিতিতেই। কিন্তু ম্যাচশেষে গতকালই জানিয়েছিলেন জাতীয় দলের চেয়ে ক্লাবেই মনোযোগটা বেশি দিতে চান তিনি। এর একদিন পরই জানিয়ে দিলেন জাতীয় দল থেকে নিজের অবসরের ঘোষণাটাও। 
     



                



    সামনের মাসেই মাল্টা ও স্লোভাকিয়ার সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাই। তার জন্য গ্যারেথ সাউথগেট ডেকে পাঠিয়েছিলেন রুনিকে। কিন্তু এবার ইংল্যান্ড কোচকে ফিরিয়ে দিয়ে জানিয়েছেন, জাতীয় দলেরর জার্সিটা তুলে রাখতে চান। পরে এক বিবৃতিতে আরও খোলাসা করে বলেছেন, ‘সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। পরিবার, বন্ধুবান্ধব সবার সঙ্গেই কথা বলে তা নিয়েছি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়া আমার জন্য ছিল কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় আমি ঠিক সময়ে ঠিক কাজই করেছি। এবার আমি সব মনযোগ এভারটনেই দিতে চাই। ইংল্যান্ডের জার্সি পরতে পারাটা ছিল দারুণ গর্বের ব্যাপার। কিন্তু আমার মনে হয় বিদায় বলার সময় এসে গেছে। একটাই আফসোস, ইংল্যান্ডের হয়ে বড় কোনো টুর্নামেন্টে সাফল্যের দেখা পাইনি। আশা করছি, সাউথগেটের অধীনে তরুণরা সেই অতৃপ্তি ঘুঁচিয়ে দেবে। আশা করি, একজন পাঁড় সমর্থক হিসেবেই সেই দিনটা আমি উদযাপন করতে পারব।’

    ইংল্যান্ডের হয়ে ১১৯ ম্যাচে ৫৩ গোল করেছেন রুনি, স্যাড় ববি চার্লটনের রেকর্ডও ভেঙেছেন আগেই। ইংল্যান্ডের হয়ে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু পিটার শিলটন।