• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দশ নম্বর হয়ে ফিরলেন ইব্রা

    দশ নম্বর হয়ে ফিরলেন ইব্রা    

    ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তিটা শেষ হয়েছিল গত মৌসুমেই। এপ্রিলে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। তখনই জানা গিয়েছিলেন ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে ইব্রাহিমোভিচকে। জুনে মেয়াদ শেষে ম্যান ইউনাইটেড ইব্রার সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর পর এতোদিন ক্লাববিহীনই ছিলেন সুইডিশ স্ট্রাইকার। 

    তবে কিছুদিন দেরিতে হলেও, গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনল ম্যানচেস্টার ইউনাইটেড। ইব্রার সাথে নতুন করে এক বছরের চুক্তি হয়েছে ক্লাবটির।

    ম্যান ইউনাইটেডের অফিশিয়াল ওয়েবসাইটে কোচ হোসে মরিনহোও জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। নতুন চুক্তিটা ইব্রাহিমোভিচের প্রাপ্যই ছিল বলে মন্তব্য করেছেন তিনি। ইউনাইটেডের হয়ে এই মৌসুমে ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন ইব্রাহিমোভিচ। 



     



     'গত মৌসুমের অবদানের জন্য আমাদের আস্থাটা তার প্রাপ্য। আমরা ধৈর্য্য নিয়ে তার জন্যে অপেক্ষা করছি। আমার সন্দেহ নেই মৌসুমের দ্বিতীয় অংশে সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন হবে।' - জানিয়েছেন মরিনহো। 

    ইব্রাহিমোভিচও আবার ওল্ড ট্রাফোর্ডের মাঠে নামতে অপেক্ষা করছেন অধীর আগ্রহে। তবে তার আগে পুনর্বাসন প্রক্রিয়াটা শেষ করতে চান ভালোভাবে। 'ওল্ড ট্রাফোর্ডে নামার জন্য আমার তর সইছে না। তবে তার জন্যে আমার সময় প্রয়োজন, আর আমাকে প্রস্ততও হতে হবে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি সামনেও চালিয়ে যাব। নিজেকে সর্বোচ্চ ভালো অবস্থায় রাখতে হবে  মাঠে নামার আগে' - জানিয়েছেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। 

    নতুন চুক্তির প্রস্তাব দিতে কিছুটা দেরি করলেও, ইব্রাহিমোভিচের সার্জারির সময় থেকেই তার ব্যাপারে খোঁজ রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেডে। হোসে মরিনহো ও ক্লাব সভাপতি এড উডওয়ার্ড নিজেদের ক্লাবেই তার ইব্রার পুনর্বাসন প্রক্রিয়ার সুযোগ করে দিয়েছিলেন। তখনই অবশ্য আন্দাজ করা গিয়েছিল আবারও রেড ডেভিলদের জার্সিতে দেখা যাবে এই সুইডিশকে।