• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    এবার আর গোল পেলেন না নেইমার

    এবার আর গোল পেলেন না নেইমার    

    রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে আসার পর লিগের প্রথম দুই ম্যাচেই গোল পেয়েছিলেন। দুই ম্যাচে তিন গোল পাওয়া নেইমার অবশ্য এবার গোলের দেখা পেলেন না। গোল না পেলেও নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।

     

    ম্যাচের শুরু থেকেই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। চোখ ধাঁধানো ড্রিবলিং, ডিফেন্ডারদের বোকা বানানো, ‘নেইমারসুলভ’ সবকিছুই করেছেন। ২০ মিনিটে তার পাসে ডিবক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফাউলের শিকার হন কাভানি, পেনাল্টি পায় পিএসজি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কাভানিই।

     

    ৫০ মিনিটের মাথায় ডিবক্সের একটু বাইরে ফ্রি কিক পান নেইমার। তার দারুণ এক কিকে বক্সের ভেতরে বল পান মারকুইনহস, কিন্তু সামলে উঠতে পারেননি ডিফেন্ডারের কারণে। তবে পড়ে যাওয়ার আগে মোতার দিকে বল বাড়িয়ে দেন। বাড়ানো বলে দ্বিতীয় গোল করেন মোতা।

     

     

    ম্যাচের তৃতীয় গোলেও অবদান আছে নেইমারের। ৮৯ মিনিটে তার অসাধারণ এক পাসে বল পান থমাস মুনিয়ের। মুনিয়েরের বাড়ানো বলেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন কাভানি।

     

    পুরো ম্যাচে নেইমারকে সামলাতে হিমশিম খেয়েছে এতিয়েনের ডিফেন্ডাররা। হয়তো এই কারণেই বারবার ফাউলের শিকার হয়েছেন নেইমার। ৮৭ মিনিটে তাকে ফাউল করে কার্ড দেখেন তান্নানে। শেষ পর্যন্ত গোল না পেলেও আরেকবার প্রমাণ করলেন, পিএসজি তাকে ২২২ মিলিয়নে কিনে কোনো ভুল করেনি!