• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সমর্থকদের সঙ্গে কেন উদযাপন নয়, প্রশ্ন গার্দিওলার

    সমর্থকদের সঙ্গে কেন উদযাপন নয়, প্রশ্ন গার্দিওলার    

    ৯৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করলেন। এরপর উদযাপন করতে ছুটে যান সিটি সমর্থকদের দিকে। সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে স্টার্লিংয়ের। গোলের পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। সিটি কোচ গার্দিওলা প্রশ্ন তুলেছেন, সমর্থকদের সাথে উদজাপনে সমস্যাটা কোথায়!

     

    ম্যাচের ভাগ্যে যখন ড্রই লেখা মনে হচ্ছিল, তখনই দারুণ এক গোলে জয় এনে দেন  স্টার্লিং। উদযাপনের ধরনটা পছন্দ হয়নি রেফারি মাইক ডিনের, দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে দেন। গোল উদযাপনের জন্য কার্ড দেখতে হবে, এটা মানতে পারছেন না গার্দিওলা, “আমরা সমর্থকদের সাথে গোল উদযাপন করতে পাড়ি না। এর কারণটা আমাকে কেউ বলুন। আমরা তো দর্শকের উপস্থিতিতেই খেলি। এই ব্যাপারটা কিছুতেই আমি বুঝি না।”

     

     

    লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না স্টার্লিং। রেফারির  ওপর তাই খানিকটা চটেছেন  গার্দিওলা, “সে গোলের পর উদযাপন করতে গিয়েছিল। উদযাপন শেষে তো সে সে ফিরেই আসতো তাইনা? লিভারপুলের বিপক্ষে সে খেলতে পারবে না এই কার্ডের জন্য। এর কোনো মানেই হয় না।”

    এদিকে গোল উদযাপনের সময় নিরাপত্তাকর্মীর সাথে প্রায় হাতাহাতি লেগে গিয়েছিল সিটির আগুয়েরোর। সেই নিরাপত্তাকর্মীর অভিযোগ ছিল, আগুয়েরো তাকে ধাক্কা দিয়েছেন। পরবর্তীতে অবশ্য এটা আর বেশিদূর গড়ায়নি।