পিএসজিতেই যাচ্ছেন এমবাপ্পে?
দুই সপ্তাহ আগে জানা গিয়েছিল, এমবাপ্পেকে দলে ভেড়ানোর ব্যাপারে মোনাকোর সাথে কথাবার্তা অনেকটাই সেরে ফেলেছে পিএসজি। এবার হয়তো দুই পক্ষের মাঝে চূড়ান্ত সমঝোতাটা হয়েই গেলো। শোনা যাচ্ছে, এই মৌসুমের জন্য লোনে পিএসজিতে যাচ্ছেন এমবাপ্পে, সামনের মৌসুমে তাকে ১৫৫ মিলিয়ন ইউরোতে কিনে নেবে পিএসজি।
নেইমারের পাশাপাশি এমবাপ্পেকেও কেনার চিন্তা শুরু থেকেই ছিল পিএসজির। তবে ইউয়েফার ‘ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’ নীতি অনুযায়ী ২২২ মিলিয়ন দিয়ে নেইমারকে কেনার পর এমবাপ্পের জন্য ওই টাকা খরচ করতে পারছিল না ক্লাবটি। গারডিয়ানসহ অন্য সংবাদমাধ্যম বলছে, শেষ পর্যন্ত বিকল্প পন্থাই অবলম্বন করছে পিএসজি। এই মৌসুমে ধারে খেললেও পরের মৌসুমে চুক্তিটা করে ফেলবেন এমবাপ্পে।
গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অনূর্ধ্ব ২০ বছর বয়সী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছিলেন এমবাপ্পে। তরুণ এই ফরোয়ার্ডের ওপর চোখ ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের বড় ক্লাবগুলোর। সবাইকে পেছনে ফেলে ১৮ বছর বয়সী এমবাপ্পেকে মনে হয় নিজেদের করে নিল পিএসজি!