আর্সেনালের চেম্বারলাইন লিভারপুলে
দলবদলের মৌসুমে তাকে নিয়ে গুঞ্জন শুরু চলতি মাসেই। চেলসির নামটাই শোনা গিয়েছিল বেশি। রবিবার লিভারপুলের কাছে আর্সেনালের হারের পর অ্যালেক্স অক্সলেড চেম্বারলাইনের ক্লাব ছাড়ার গুঞ্জনটা জোরালো হয় আরও। তখনও ইংলিশ উইঙ্গারকে পাওয়ার দৌড়ে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে চেলসিই সবার আগে ছিল বলে মনে হচ্ছিল। শেষ মুহুর্তে লিভারপুলই ছিনিয়ে নিল চেলসির সম্ভাব্য নতুন খেলোয়াড়কে। ৪০ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অক্সলেড চেম্বারলেইনকে দলে ভেড়াচ্ছে লিভারপুল।
গতকাল চেম্বারলেইন নিজেই চেলসির প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে বিভিন্ন ইংলিশ গণমাধ্যম। এরপরই শোনা যায় লিভারপুলের নাম। একদিনের মাথায়ই দুই ক্লাবের সমঝোতায় নিশ্চিত হয় দলবদল। ধারনা করা হচ্ছে চুক্তির মেয়াদটা হতে পারে ৬ বছর।
২০১১ সালে আর্সেনালে যোগ দেয়ার পর ১৯৮ ম্যাচ খেলেছেন অক্সলেড চেম্বারলাইন। এই মৌসুমেও লিগের তিনটি ম্যাচেই ছিলেন দলে। আর্সেন ওয়েঙ্গারও রাজি ছিলেন না তাকে ছাড়তে। কিন্তু ২৪ বছর বয়সী উইঙ্গার নিজেই আর থাকতে রাজি হননি নর্থ লন্ডনের ক্লাবটিতে।
লাইপজিগ থেকে সেন্ট্রাল মিডফিল্ডার নাবি কেইতাকে কিনতে ৪৮ মিলিয়ন পাউন্ড খরচ হলেও, গিনিয়ান লিভারপুলে যোগ দেবেন পরের মৌসুমে। তাই আপাতত চেম্বারলাইনই লিভারপুলের নতুন রেকর্ড সাইনিং।