• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    'বিশ্বকাপ বাছাইপর্বে আগের ইতিহাসকেও আমলে নেওয়া উচিত'

    'বিশ্বকাপ বাছাইপর্বে আগের ইতিহাসকেও আমলে নেওয়া উচিত'    

    প্রতিবারই বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করতে দীর্ঘ এক বাছাইপর্বের ভেতর দিয়ে যেতে হয় সবাইকে। চড়াই উতরাই পার করে মূল পর্বে পৌঁছে গেলেও মাঝে সাঝেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে বড় দেশগুলো। এবার ইতালির ফুটবল ফেডারেশনের প্রধান কার্লো তাভেচ্চিও বলছেন, বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বাছাইপর্বের পাশাপাশি দেশগুলোর ফুটবল ইতিহাসকেও আমলে নেওয়া উচিত।

     

    স্পেনের কাছে হেরে আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বুফনদের।  যদি প্লে অফ খেলতে হয় এবং সেখানে যদি কিছু অঘটন ঘটে যায়, তাহলে ১৯৫৮ সালের পর আবারো আজ্জুরিদের ছাড়াই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তাভেচ্চিও জানান, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ না খেলতে পারাটা হবে দুঃখজনক, “২০১৮ বিশ্বকাপে ইতালি থাকবে না, ব্যাপারতা ভাবলেই তো কেমন লাগছে! আমি বাছাইপর্বের নিয়মের ব্যাপারে ফিফার সাথে কথা বলেছি। তারা একটি দেশের চারটি শিরোপা এবং ফুটবল ইতিহাস আমলে নেয় না, এটা একেবারেই ঠিক না। ফিফা অবশ্য এই ব্যাপারটায় কাজ করছে। আশা করি ভবিষ্যতে কোনো সুফল পাওয়া যাবে।”

     

     

    যেকোনো এক চ্যাম্পিয়নকে প্লেঅফ খেলতে হবে, ইতালি-স্পেন দুই পক্ষের আগেই জানা ছিল ব্যাপারটা। স্পেনের কাছে পরাজয়ের পর ইতালি কোচ ভেঞ্চুরা অবশ্য এখনো গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপ নিশ্চিত করার ব্যাপারে আশাবাদী, “যখন বাছাইপর্বের ড্র হয়, তখনই জানতাম স্পেনের সাথে এক গ্রুপে পড়ায় সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়া নাও হতে পারে। তবে এখনো আমরা আশাবাদী যে গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপে যাবো। তাভেচ্চিও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার যে শঙ্কাটা  করছেন, সেটা আশা করি হবে না।”