লিখটেনস্টেইনকে গোলবন্যায় ভাসাল স্পেন
তিনদিন আগেই গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষ ইতালিকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল স্পেন। এবার গ্রুপের তলানিতে থাকা লিখটেনস্টেইনকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপে নিজেদের শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত করল তারা। মোরাতা ও আসপাসের জোড়া গোলে ৮-০ এর বিশাল ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে রামোসের দল।
ম্যাচের তখন ৩ মিনিট, লিখটেনস্টেইনের ফুটবলাররা কোনো পাস দেওয়ার আগেই রামোসের হেডে এগিয়ে যায় স্পেন। ডেভিড সিলভার বাড়ানো বলে পোস্টের সামনে থেকেই গোল করেন রামোস। সেই শুরু, এরপর একের পর এক গোলে প্রতিপক্ষকে অসহায় করে তোলেন ইস্কো, মোরাতারা।
১৫ মিনিটে ইনিয়েস্তার পাসে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। পরের মিনিটে মোরাতার বাড়ানো বলেই বল জালে জড়ান আগের ম্যাচের নায়ক ইস্কো। প্রথমার্ধ শেষ হওয়ার ৬ মিনিট আগে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন সিলভা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন স্পেন ফরোয়ার্ডরা। ৫১ মিনিটে ম্যাচের পঞ্চম গোল করেন আসপাস। তিন মিনিট পর তার পাসেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান মোরাতা। ৬৩ মিনিটে আবারো গোল করেন আসপাস। নির্ধারিত সময়ের এক মিনিট আগে গপ্পেলের গোলে বড় জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই থাকল তারা, গোল ব্যবধান দাঁড়ালো ২৯, যা কিনা দ্বিতীয় স্থানে থাকে ইতালির চেয়ে ১৭ বেশি!
এদিকে স্পেনের কাছে পরাজয়ের পর অনেকটাই ধাক্কা খেয়েছিল বুফনদের বিশ্বকাপ যাত্রার স্বপ্ন। তবে ইসরায়েলের সঙ্গে ১-০ গোলের জয়ে আবার স্বস্তির উপলক্ষ পেয়েছে ইতালি। ৪০ সেকেন্ডের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন বেলোত্তি। এরপর প্রথমার্ধে ভালো কোন সুযোগ তৈরি করতে পারেনি আজ্জুরিরা। ৫৩ মিনিটে ইম্মোবিলের গোলটাই ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানেই রইল ইতালি।
‘আই’ গ্রুপে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে তুরস্ক ও আইসল্যান্ড। গ্রুপ ডি এর ম্যাচে জয় পেয়েছে সার্বিয়া।