প্রথম ম্যাচেই মুগ্ধতা ছড়ালো নেইমার-এমবাপ্পে জুটি
অনেক জলঘোলা করে মোনাকো থেকে পিএসজিতে এসেছেন। তাকে নিয়ে যে পিএসজি কোনো ভুল করেনি, সেটা প্রথম ম্যাচেই প্রমাণ করলেন কিলিয়ান এমবাপ্পে। নেইমার, কাভানির সাথে দারুণ পারফর্ম করে ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন; মেতজের সঙ্গে দলও পেয়েছে ৫-১ গোলের বড় জয়।
আগের ম্যাচগুলোর মতো কালও শুরু থেকেই নেইমার জাদুতে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছে পিএসজি। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মেতজ ডিফেন্স। ৪১ মিনিটে তার পাসেই প্রথম গোল করেন কাভানি। পরের মিনিটেই গোল পেতে পারতেন এমবাপ্পে। গোলপোস্টের সামনে থেকে সহজ হেড মিস করলে সেটা হয়নি।
তিন মিনিট পর নেইমারের দুর্দান্ত এক ক্রসে আবারো গোলের সুযোগ আসে এমবাপ্পের সামনে, তবে সেবারও মিস করেন। ৩৭ মিনিটে রিভেইরির গোলে ম্যাচে সমতা আনে মেতস। ৪২ মিনিটে এমবাপ্পের পাসে নেইমার গোলের সুযোগ হাতছাড়া করলে খানিকটা হতাশা নিয়েই প্রথমার্ধ শেষ করে পিএসজি।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আসে সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত। ডি বক্সের একটু বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে পিএসজির হয়ে প্রথম গোলের স্বাদ পান এমবাপ্পে। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান নেইমার। আদ্রিয়েন রাবিওটের বাড়ানো বলে গোল করেন এই ব্রাজিলিয়ান। এই নিয়ে চার ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ালো ৪, অ্যাসিস্টও করেছেন চারটি।
৭৫ মিনিটে আবারো এমবাপ্পের ঝলক। তার পাসে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন কাভানি। লিগে এই নিয়ে ৭ গোল করলেন তিনি। ৮৭ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুকাস মউরা।