সামর্থ্য জানান দিয়ে যাচ্ছেন মোরাতা
রিয়াল মাদ্রিদ থেকে প্রায় ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে চেলসিতে নিয়ে এসেছিলেন আন্তোনিও কন্তে। প্রিমিয়ার লিগে কেমন করবেন সর্বকালের সবচেয়ে দামী স্প্যানিয়ার্ড- তা নিয়ে হাজারো জল্পনা-কল্পনা শুরু হয়েছিল তার ইংল্যান্ডে পাড়ি জমানোর পর থেকেই। ইংল্যান্ডে নিজের প্রথম মৌসুমে প্রতিনিয়তই নিজের সামর্থ্যের জানান দিয়ে যাচ্ছেন আলভারো মোরাতা। বার্নলি, এভারটনের পর আজ লেস্টারের বিপক্ষেও গোল করে দলের জয়ে ভূমিকা রাখলেন এই স্প্যানিশ তারকা। ১৪-১৫ ইপিএল মৌসুমের চ্যাম্পিয়নদের মাঠে চেলসি জিতেছে ২-১ গোলে। চেলসির মত জয় পেয়েছে আর্সেনালও। বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে ‘গানার’রা।
লেস্টারের বিপক্ষে শুরু থেকেই উজ্জ্বল ছিলেন মোরাতা। ম্যাচে চেলসির গোলের সূচনাটাও করেন তিনিই। ৪১ মিনিটে অ্যাজপিলিকুয়েতার নিঁখুত ক্রসে হেড করে দলকে লিড এনে দেন মোরাতা। চেলসির হয়ে নিজের প্রথম তিন গোলের তিনটিই করলেন হেডে। প্রথমার্ধে লেস্টারের একাধিক আক্রমণ মধ্যমাঠেই রুখে দিয়েছিলেন এন’গোলো কান্তে। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দর্শনীয় এক শটে নিজের সাবেক দলের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। গোলের পর সতীর্থদের উদযাপনে যোগ না দিয়ে কান্তে যেন জানিয়ে দিলেন, চেলসিতে পাড়ি জমালেও লেস্টারকে এখনো ভুলে যাননি তিনি। ২-০ তে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লেস্টার। বরং ৬১ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় তারা। অ্যাজপিলিকুয়েতার ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ভার্ডিকে ডিবক্সে ফাউল করে বসেন কর্তোয়া। ১২ গজ থেকে দীর্ঘদেহী এই বেলজিয়ানকে পরাস্ত করতে ভুল করেননি ভার্ডি। ৮০ মিনিটে চমৎকার এক সুযোগ হাতছাড়া করে অভিষেকেই গোল পাওয়ার সুযোগ হাতছাড়া করেন চেলসির ডাভিড জাপাকস্তা।
চেলসির মত ম্যাচের শুরু থেকেই বোর্নমাউথকে চেপে ধরেছিলো আর্সেনাল। ৬ মিনিটে বাঁ-প্রান্ত থেকে কোলাসিনাচের ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন ওয়েলব্যাক। ওজিল, লাকাজেতদের সামনে দাঁড়াতেই পারেনি বোর্নমাউথের রক্ষণভাগ। ২৭ মিনিটে ওয়েলব্যাকের পাসে বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। আর্সেনালময় এক প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মেইন ডেফোর শট বারে লেগে ফিরে আসলে ম্যাচে আর ফেরা হয়নি ‘চেরিস’দের। এর মিনিটখানেক পরই রামসির পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েলব্যাক। বোর্নমাউথ কিপার আসমির বেগোভিচ না থাকলে ব্যবধানটা আরো অনেক বড় হতে পারতো। ম্যাচের শেষদিকে জশ কিং-এর হেড দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়ে আর্সেনালের ক্লিন শিট নিশ্চিত করেন পিটার চেক।
লন্ডনের দুই ক্লাবের মত আজ জয় পেয়েছে টটেনহামও। এভারটনকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে পচেত্তিনোর দল। জোড়া গোল করে নতুন ক্লাব মৌসুমে গোলের খাতা খোলার পাশাপাশি ‘স্পার্স’-এর হয়ে গোলের ‘সেঞ্চুরি’ পূরণ করেছেন হ্যারি কেন। টটেনহামের অন্য গোলটি করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। নিজেদের প্রিমিয়ার লিগ ইতিহাসে আজ প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাইটন অ্যান্ড হভ আলবিয়ন। ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে ৩-১ গোলে হারিয়েছে ইপিএল-এ নবাগত দলটি। সাউদাম্পটনকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ড।