• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    ব্রাজিলকে টপকে শীর্ষে জার্মানি

    ব্রাজিলকে টপকে শীর্ষে জার্মানি    

    ব্রাজিলকে টপকে আবারও ফিফা র‍্যাংকিয়ের শীর্ষে উঠেছে জার্মানি। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের সাথে জিতলেও কলম্বিয়ার সাথে ড্র করায় এক ধাপ নেমে গেছে ব্রাজিল। আগের মাসে দুই নম্বরে থাকা জার্মানি চেক রিপাবলিক ও নরওয়েকে হারিয়ে আবার শীর্ষ স্থানে ফিরেছে।

    বিশ্বকাপ বাছাইপর্বে আগের সপ্তাহে কোনো ম্যাচ জিততে না পারলেও আর্জেন্টিনার র‍্যাংকিয়ে  এর প্রভাব পড়েছে অল্পই। মাত্র এক ধাপ নিচে নেমে ৪ নম্বরে আছে লিওনেল মেসির দল। তবে বাছাইপর্বে গ্রুপে দ্বিতীয় অবস্থানে থাকলেও পর্তুগাল উঠে গেছে তিন নম্বরে। 

    অনুমিতভাবেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ফল প্রভাব ফেলেছে এবারের ফিফা র‍্যাংকিংয়ে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া বাছাইপর্বের প্লে-অফে কোয়ালিফাই করায় সিরিয়া রয়েছে তাদের ইতিহাসের সেরা অবস্থানে। ৭৫ নম্বরে আছে এশিয়ার দলটি। তবে এশিয়ার দলগুলো তেমন সুবিধা করতে পারেনি এবার। শীর্ষ ৫০ এ আছে কেবল  ইরান, জাপান ও অস্ট্রেলিয়া।

    কোনো ম্যাচ না খেললেও এবার সাত ধাপ নেমে গেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে অবস্থান এখন ১৯৬ নম্বরে। বাংলাদেশের পড়ে আছে মাত্র দশটি দেশ। এর মধ্যে অবশ্য শ্রীলংকা ও পাকিস্তানও রয়েছে। আর ভারতের অবস্থান ১০৭ এ।