আবারও আর্জেন্টিনা দলে জায়গা হলো না হিগুয়াইনের
উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও আর্জেন্টিনা দলে নেই গঞ্জালো হিগুয়াইন। আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির দলে তাই ব্রাত্যই থেকে গেলেন জুভেন্টাস ফরোয়ার্ড।
পরপর দুই ম্যাচ ড্র করে খাদের কিনারায় আছে আর্জেন্টিনা। সরাসরি বিশ্বকাপে যেতে হলে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিকে সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ সাম্পাওলি। দলের আক্রমণভাগে ইকার্দি, আগুয়েরো, দিবালা, মেসিরা থাকলেও জায়গা হয়নি হিগুয়াইনের।
হিগুয়াইনের মতো বাদ পড়েছেন পিএসজির হাভিয়ের পাস্তোরেও। তবে পাস্তোরের দলের বাইরে থাকার কারণটা অবশ্য পিঠের ইনজুরি। তার মতো ইনজুরির কারণে ছিটকে গেছেন ম্যানুয়েল লাঞ্জিনিও। দলে নেই আগের দুই ম্যাচের স্কোয়াডে থাকা আগুস্তো ফার্নান্দেজও।
[ELIMINATORIAS] Jorge Sampaoli dio a conocer la lista de jugadores del exterior convocados para los partidos ante Perú y Ecuador. pic.twitter.com/gOqDz19R1J
— Selección Argentina (@Argentina) September 15, 2017
শেষ দুই ম্যাচে হোঁচট খেলে রাশিয়া বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যাবে আর্জেন্টাইনদের। ৫ অক্টোবর পেরু ও ১০ অক্টোবর ইকুয়েডরের মুখোমুখি হবে মেসির দ।