• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    নেইমারকে ফ্রেঞ্চ শেখাচ্ছেন মার্কিনহোস

    নেইমারকে ফ্রেঞ্চ শেখাচ্ছেন মার্কিনহোস    

    অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন পিএসজি ডিফেন্ডার মার্কিনহোস। নতুন মৌসুম শুরুর পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম এখনও ব্যস্ত নেইমারকে নিয়েই। কীভাবে মানিয়ে নিচ্ছেন তিনি, কোন ভাষায় কথা বলছেন- এসব জানতে তাই আগ্রহের কমতি নেই। 

    মার্কিনহোস নিজেই জানিয়েছেন নতুন এক কাজ জুটেছে তার। নেইমারকে ভাষা শেখানো। ভাষা নিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে নেইমারকে। সময়ে সময়ে তাই মার্কিনহোসের শরণাপন্ন হচ্ছেন তিনি। 'নতুন ভাষার জন্য সমস্যায় পড়তে হচ্ছে নেইমারকে। সে আমাকেই জিজ্ঞেস করছে প্রশ্নগুলো। যেমন ধরুন, রেস্টুরেন্টে গিয়ে কিভাবে এক গ্লাস জুস চাইতে হবে!' - জানাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। 

    নেইমারের খানিকটা সমস্যা হলেও দানি আলভেজ নাকি এরই মধ্যে বেশ মানিয়ে নিয়েছেন নতুন ভাষার সাথে। কারণটাও জানিয়েছেন মার্কিনহোস। 'আলভেজ আগে অনেক ফ্রেঞ্চ খেলোয়াড়দের সাথে খেলেছে। সে তাই আগে থেকেই কিছু শব্দ জানত। আর খুব ভালো বুঝতেও পারে'। 


    ভাষা নিয়ে কিছুটা সমস্যা হলেও নতুন পরিবেশে, নতুন দলে খুব তাড়াতাড়িই মানিয়ে নিয়েছেন নেইমার, আলভেজরা। শুরু থেকেই দারুন ফর্মে থাকায় তাই উচ্ছ্বসিত মার্কিনহোস। এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপ্পেদের সাথে মাঠের খেলায় বোঝাপড়াটাও মুগ্ধ করেছে তাকে। তবে উন্নতির সুযোগ আছে বলেও মানছেন তিনি।