• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অতীতটা ভুলতে চান কুতিনহো

    অতীতটা ভুলতে চান কুতিনহো    

    নেইমার পিএসজিতে যাওয়ার পর তার দিকেই নজর ছিল বার্সেলোনার। কিন্তু চারবার চেষ্টা করেও কুতিনহোকে লিভারপুল থেকে নিয়ে আসতে পারেনি কাতালানরা। দলবদলের এই নাটকের সময় মুখে কুলূপ এটে ছিলেন কুতিনহো। লিভারপুলের হয়ে এই মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমেছেন বার্নলির বিপক্ষে। ম্যাচ শেষে কুতিনহো বলেছেন, বার্সায় যাওয়ার ইচ্ছা থাকলে এখন লিভারপুলেই নিজের ভবিষ্যৎ সাজাতে চান।

     

     

    কুতিনহো বলছেন, শুধু তিনি নন, তার পরিবারও ছিল বার্সেলোনাতে যাওয়ার পক্ষে, “আমার ক্লাব ছাড়া নিয়ে অনেক কথাই হয়েছে। একজন ফুটবলারের ক্যারিয়ারে এরকম প্রস্তাব আসবেই। অনেক সময় আপনি সেই প্রস্তাবে সাড়া দেবেন, অনেক সময় দেবেন না। বার্সার ওই প্রস্তাবের ক্ষেত্রে আমি রাজি ছিলাম। আমার পরিবারও রাজি ছিল। কিন্তু কোনো কারণে সেটা আর হয়ে ওঠেনি। বার্সেলোনার মতো ক্লাবের প্রস্তাব পাওয়া দারুন ব্যাপার।”

     

     

    লিভারপুলে থাকা না থাকা নিয়ে অনেক কথাই হয়েছে। লিগের শুরুতে মাঠে না নামায় অনেক গুঞ্জনই ডালপালা ছড়িয়েছিল। কুতিনহো মানছেন, গত কয়ে সপ্তাহে তার সময়টা একদমই ভালো যায়নি, “গত এক মাস অনেক কঠিন সময় পার করেছি। কিন্তু এখন এর সবই অতীত। পেছনের সবকিছু ভুলে সামনের দিকে এগোতে চাই। লিভারপুল এবং ব্রাজিলকে নিয়েই এখন আমার সব ভাবনা। লিভারপুল আমাকে অনেক কিছু দিয়েছে। এখানে খেলতে পেরে আমি গর্বিত। এই মৌসুমে ভালো কিছু করতে চাই।”