• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    এক মিলিয়ন ইউরোর জন্যই এতোকিছু!

    এক মিলিয়ন ইউরোর জন্যই এতোকিছু!    

    অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে পেনাল্টি নিয়ে নেইমার আর এডিনসনের মধ্যে যা হয়েছে, সেটা নিয়ে কথা বলতে হয়েছে কোচ উনাই এমেরিকেই। ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপ বলছে, উরুগুইয়ান স্ট্রাইকারের চুক্তির সাথে থাকা শর্তের কারণেই দুই খেলোয়াড়ের মধ্যে 'দ্বন্দ্বটা' চোখে পড়েছে মাঠের খেলায়। 

    ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হতে পারলে মৌসুম শেষের বেতনের সাথে ১ মিলিয়ন ইউরো বোনাস পাবেন কাভানি। পিএসজির সাথে চুক্তির সময়ই ছিল এমন শর্ত। গত মৌসুমে ৩৫ গোল করে কাভানি হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। তাই বোনাসটাও গেছে তার পকেটেই। 



    নতুন মৌসুমেও একই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন কাভানি। তাই পেনাল্টিসহ, ফ্রি কিকগুলোও নিতে চাইছেন তিনি। চাইছেন গোল সংখ্যা বাড়িয়েও নিতে। লেকিপ তাদের রিপোর্টে ধারণা করছে এমনটাই। কিন্তু নেইমারের চুক্তির সাথেও এমন কোনো শর্ত আছে কি না তা এখনও অজানাই রয়ে গেছে। 

    কাভানির আগে ইব্রাহিমোভিচও পিএসজির কাছ থেকে পেয়েছেন একই রকম বোনাস। তার ক্ষেত্রে অবশ্য টাকার অংকটা ছিল দেড় মিলিয়ন ইউরো। লেকিপ বলছে নেইমারের চুক্তির সাথে এমন শর্ত না থাকাটাই অস্বাভাবিক। আর সে কারণেই দুইজন উঠে পড়ে লেগেছেন গোল করতে!