নিজেকে 'ফিরে পাওয়ার' জন্যই বসিয়ে রাখা হয়েছিল হিগুয়াইনকে
এই মৌসুমের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না। আট ম্যাচে মাত্র দুই গোল করেছেন গঞ্জালো হিগুয়াইন। গতকাল তুরিনোর বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না এই আর্জেন্টাইন। জুভেন্টাস কোচ আল্লেগ্রি বলছেন, নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার জন্য হিগুয়াইনের এই বসে থাকাটা জরুরী ছিল।
শেষবার গোলের দেখা পেয়েছেন ৯ সেপ্টেম্বর শিয়েভোর বিপক্ষে। আল্লেগ্রি মনে করেন, গোলের ক্ষুধা তৈরি করার জন্য এরকম একাদশের বাইরে থাকাটা কাজে দেবে হিগুয়াইনের, “এই ম্যাচে তাঁকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে এখন পর্যন্ত দুই গোল করেছে, সামনের ম্যাচগুলোতে আরও করবে। কিন্তু তাঁর এই বসে থাকাটা দরকার ছিল। নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার জন্যই এটা প্রয়োজন। গোলের ক্ষুধাটা আবারো জেগে উঠবে আশা করি। সবাইকেই কোনো না কোনো সময় এভাবে বেঞ্চে কাটাতে হয়। নাহলে দলের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব না।”
শুধু নিজেকে ফিরে পাওয়ার জন্য নয়, হিগুয়াইনকে কিছুটা বিশ্রাম দেওয়াও ছিল আল্লেগ্রির লক্ষ্য, “এখনো মৌসুমের অনেক ম্যাচ বাকি। গতবার আমরা ৫৭ টি ম্যাচ খেলেছি সব মিলিয়ে। তাঁকে আমি বিশ্রাম দিতে চেয়েছি। সে আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। লম্বা মৌসুমকে সামনে রেখে দলে এরকম রদবদল আসবেই। আর হিগুয়াইন এখন খুব একটা ভালো ফর্মে নেই, অন্যদের তাই সুযোগ করে দিয়েছি।”
হিগুয়াইনের জায়গায় একাদশে খেলেছেন মানজুকিচ। আল্লেগ্রি তাঁর পারফরম্যান্সে দারুণ খুশি, “আজকে সে দারুণ খেলেছে। সে শারীরিকভাবে ফিট, মাঝমাঠেও খেলতে পারে। তাঁর কৌশলও দুর্দান্ত। দলের হয়ে যেকোনো দায়িত্বই সে পালন করতে পারবে।”