• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লাকাজেতের জোড়া গোলে আর্সেনালের জয়

    লাকাজেতের জোড়া গোলে আর্সেনালের জয়    

     

    ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই পেয়েছিলেন গোল। দুর্দান্ত ফর্মে থাকা অ্যালেক্সান্ডার লাকাজেত আবারো এমিরেটস স্টেডিয়ামে আলো ছড়ালেন। তার জোড়া গোলেই ঘরের মাঠে ওয়েস্ট ব্রমকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

     

    ম্যাচের শুরুতে হয়তো এগিয়ে যেতে পারত ওয়েস্ট ব্রমই। দারুণ এক আক্রমণে বল নিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে পড়েন ওয়েস্ট ব্রমের জে রদ্রিগেজ । আর্সেনালের মুস্তাফি স্লাইডিং ট্যাকেলে তাকে ফাউল করলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। কিন্তু রেফারি ববি ম্যাডলি সেটায় সাড়া দেননি। সেই রেশ কাটতে না কাটতেই আক্রমণে যায় আর্সেনাল। ২০ মিনিটে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন লাকাজেত। ১৯৮৮ সালে ব্রায়া মারউড আর্সেনালের হয়ে ঘরের মাঠে নিজের প্রথম তিন ম্যাচেই গোল পেয়েছিলেন। ২৯ বছর পর লাকাজেত সেই ‘কীর্তি’ ছুঁলেন। 

     

     

     

    ৩৬ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন সানচেজ। তার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পরেই রদ্রিগেজের হেড ঠেকিয়ে দেন আর্সেনাল কিপার পিটার চেক। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ ম্যাচে সমতা আনার দারুণ এক সুযোগ নষ্ট করেন গ্যারেথ ব্যারি। এবারো তার হেড বাঁচিয়ে দিয়ে লিড ধরে রাখেন চেক।

     

    দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৬৭ মিনিটে অ্যারন রামসিকে ডি বক্সের ভেতর ফেলে দেন অ্যালান নিয়ম। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরওয়ার্ড লাকাজেত। এই মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল চার। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েঙ্গারের দল।

    এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে এলো আর্সেনাল।