• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'ডাইভ দিয়েই ফ্রি কিক আদায় করেছে সানচেজ'

    'ডাইভ দিয়েই ফ্রি কিক আদায় করেছে সানচেজ'    

     

    জে রদ্রিগেজকে স্লাইডিং ট্যাকেল করে বক্সের ভেতর ফেলে দিলেন মুস্তাফি। পেনাল্টির জোরালো আবেদন করলেও ওয়েস্ট ব্রমের ফুটবলারদের কথা আমলে না নিয়ে খেলা চালিয়ে যান রেফারি। অন্যদিকে পাল্টা আক্রমণে গিয়ে ফ্রি কিক পেয়ে যায় আর্সেনাল। অ্যালেক্সিস সানচেজের সেই ফ্রি কিক নিয়ে বেশ চটেছেন ওয়েস্ট ব্রম কোচ টনি পুলিস। তিনি বলছেন, ডাইভ দিয়েই ফ্রি কিক আদায় করে নিয়েছেন সানচেজ।

    পুলিস মনে করেন, অনৈতিকভাবে ওই ফ্রি কিক আদায় করে নেওয়াটা একেবারেই উচিত হয়নি সানচেজের, “খুবই হতাশ করার মতো ঘটনা এটা। সানচেজ যেভাবে ডাইভ দিয়েছে সেটা এক ধরনের চুরিই বলা যায়! এটার জন্য তাকে কার্ড দেখানোও উচিত ছিল। কিন্তু রেফারি এসবের কিছুই করেননি।”

     

     

    রদ্রিগেজের পেনাল্টি না পাওয়া নিয়েও নাখোশ পুলিস, “রদ্রিগেজ খুবই সৎ একজন ফুটবলার। ট্যাকেলের পর সে দাঁড়িয়ে গিয়েছিল পড়ে না গিয়ে। সেটার প্রতিদান সে পেল না। সবাই দেখেছে কী হয়েছে বক্সের ভেতর। মুস্তাফির ফাউলটা ভয়াবহ ছিল। তাকে তো লাল কার্ডই দেখানোর কথা রেফারির। আর্সেনাল ১০ জনের দলে পরিণত হলে আমাদের জন্যও ভালো হতো।”

    শেষ পর্যন্ত লাকাতেজের জোড়া গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল।