• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সড়ক দুর্ঘটনায় আহত আগুয়েরো

    সড়ক দুর্ঘটনায় আহত আগুয়েরো    

    গাড়িটা সামনের দিকে একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। যেভাবে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়েছে, হতে পারত আরও বড় কিছু। সার্জিও আগুয়েরোর তেমন কোনো কিছু হয়নি, শুধু পাঁজরের হাড় ভেঙেছে বলে জানা গেছে। আর সেটাই তাঁকে দুই মাসের জন্য মাঠ থেকে ছিটকে দিতে পারে।

    কলম্বিয়ান সংগীতশিল্পী মালুমার একটা কনসার্ট দেখতে গিয়েছিলেন আমস্টারডামে। সেখান থেকে ট্যাক্সি করে ফিরছিলেন বিমানবন্দরে। এক পর্যায়ে ট্যাক্সি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা কলামের সঙ্গে ধাক্কা খান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়ি থেকে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত আগুয়েরো বা ড্রাইভার কারও আঘাত খুব গুরুতর নয় বলে জানা গেছে।

    এই মৌসুমে সিটির হয়ে দারুণ খেলছিলেন, এর মধ্যে ছয় গোলও করে ফেলেছিলেন। কিন্তু চোট ছিটকে দিল মাঠ থেকে। সামনের মাসে আর্জেন্টিনার মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই, খেলতে পারবেন না তাতেও।