• বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০১৫
  • " />

     

    প্রাপ্তিতে ভাস্বর বাংলাদেশ

    প্রাপ্তিতে ভাস্বর বাংলাদেশ    

    পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে নতুন করে লিখেছে অনেক কিছুই...

     

    - ওয়ানডে ইতিহাসে এ নিয়ে দশমবারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে এটাই প্রথম

     

    - দেশের মাটিতে টানা আট ম্যাচ জিতল বাংলাদেশ, ২০০৬ সালে জিতেছিল টানা সাত ম্যাচ

     

    - তিন ম্যাচের সিরিজে ৩১২ রান করেছেন তামিম ইকবাল, বাংলাদেশের পক্ষে দ্বিপক্ষীয় সিরিজে এটাই সবচেয়ে বেশি রান। আর ওয়ানডে ইতিহাসে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে এটা তৃতীয় সর্বোচ্চ রান। সবচেয়ে বেশি রান করেছেন কুইন্টন ডি কক, এরপর মার্টিন গাপটিল

     

    - তামিম-সৌম্যর ১৪৫ রান বাংলাদেশের পক্ষে চতুর্থ সর্বোচ্চ ওয়ানডে জুটি, আর এগারতম শতরানের জুটি। দশ ম্যাচ পর আজ প্রথম সেঞ্চুরি পার্টনারশিপ পেল বাংলাদেশ

     

    - এই প্রথম কোনো সিরিজে চারটি সেঞ্চুরি পেল বাংলাদেশ।