ফিল্ডিংয়ের 'অভিনয়' করে পাঁচ রান জরিমানা
পরম উপ্পলের শটে বল মিড অনের দিকে গেলো। ওখানে থাকা মারনাস ল্যাবুশেইন ঝাঁপ দিয়ে বল ধরে ছুঁড়ে মারার ভঙ্গি করলেন। রানের জন্য দৌড়াতে থাকা উপ্পল কিছুটা ভড়কে গিয়ে আবারো নিজের ক্রিজে ফেরত যেতে নিয়েছিলেন। পরে বুঝতে পারলেন, ল্যাবুশেইন আসলে বলই ধরেননি! রান পূর্ণ করার পর কিছুটা অভিযোগের সুরে ইশারা করলেন তার দিকে। এই ঘটনার জন্য পাঁচ রানের ‘পেনাল্টি’ গুণতে হয়েছে ল্যাবুশেইনের দলকে।
কুইন্সল্যান্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ২৭ তম ওভারের প্রথম বলে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের উপ্পলের সাথে ঘটে এই ঘটনা। আইসিসির নতুন নিয়ম বলছে, ফিল্ডার এরকম ‘ফেক-ফিল্ডিং’ করতে পারেন না যেটায় ব্যাটসম্যানের রান নিতে অসুবিধা হয়। আম্পায়ার চাইলে প্রতিপক্ষকে কিছু রান ‘জরিমানাও’ করতে পারেন।
ল্যাবুশেইন যদিও ঘটনার পরপরই হাত তুলে ক্ষমা চেয়েছেন ব্যাটসম্যানের কাছে। তবে ব্যাপারটা ভালো চোখে দেখেননি আম্পায়ার। দুই আম্পায়ার পরামর্শ করে কিছুক্ষণ পরেই পাঁচ রানের পেনাল্টি দেন কুইন্সল্যান্ডকে। আইসিসির নতুন নিয়ম অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও তার দুইদিন আগেই এটার প্রয়োগ করা হলো।
এদিকে কুইন্সল্যান্ড ব্যাটসম্যান ম্যাট রেনশ’ বলছেন, এক মুহূর্তের মতিভ্রমের কারণেই এরকম করেছেন ল্যাবুশেইন, “এরকম করা উচিত না। ব্যাটসম্যানদের জন্য এটা বোঝা কষ্টকর। আইসিসির নিয়মটা ভালো হয়েছে। ল্যাবুশেইন দারুণ একজন ক্রিকেটার, ফিল্ডিংয়ে নিজের সবটুকু দেন। কিন্তু মাঝে মাঝে খেই হারিয়ে নিয়ম ভুলে গিয়ে এরকম কাণ্ড ঘটিয়ে বসেন।” ব্যাটিংয়ে নেমে অবশ্য ৬১ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন ল্যাবুশেইন।