'স্টোকসই পারেন পার্থক্য গড়ে দিতে'
অনেক আলোচনার পর তাঁকে রেখেই অ্যাশেজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যেতে পারবেন কিনা, সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল বলছেন, স্টোকস না থাকলে অস্ট্রেলিয়ার সাথে কিছুতেই পেরে উঠবে না রুটের দল।
গ্রেফতার হওয়ার পর থেকেই সময়টা একেবারেই ভাল যাচ্ছে না স্টোকসের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষের দিকে দলের বাইরে ছিলেন। অ্যাশেজে তার মাঠে নামা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
সতীর্থ মঈন আলী বলেছেন, স্টোকস না থাকলেও ভালো করবে ইংল্যান্ড। কিন্তু চ্যাপেল বলছেন ভিন্ন কথা, “স্টোকস থাকলে ইংলিশদের দারুণ একটা সুযোগ ছিল অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জেতার। কিন্তু সে যদি নিষেধাজ্ঞার কারণে নাই খেলতে পারে, তাহলে ইংল্যান্ডের খুব বেশি ভালো করার আশা দেখছি না।”
ব্যাটে-বলে স্টোকসই পার্থক্য গড়ে দিতে পারেন বলে মানছেন চ্যাপেল, “শুধু ব্যাটিং কিংবা বোলিং নয়, ফিল্ডিংয়েও স্টোকসও দুর্দান্ত। তার উপস্থিতি দলের রূপই পাল্টে দেবে। দলকে অনুপ্রাণিত করার দারুণ ক্ষমতা আছে তার। সেই দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিতে পারে।”