ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে মোরাতা
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিট আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেই চোটটাই কাল হয়ে দাঁড়ালো চেলসি ফরোয়ার্ড আলভারো মোরাতার। ইনজুরির কারণে এক মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরের থাকতে হবে তাঁকে।
চেলসির হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মোরাতা। ১০ ম্যাচে করেছেন ৭ গোল। সিটির বিপক্ষে ৩৫ মিনিটেই মাঠ ছাড়েন তিনি। গতকাল স্পেনের এক হাসপাতালে পরীক্ষার পর দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, মোরাতার হ্যামস্ট্রিংয়ে 'গ্রেড-২ মায়োফেসিয়াল' ইনজুরি হয়েছে। ফলে বেশ কয়েক সপ্তাহের জন্যই বিশ্রামে থাকতে হবে তাকে।
এই মাসে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির হয়ে রোমার বিপক্ষে মাঠে নামতে পারবেন না মোরাতা। খেলবেন না প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেস, ওয়াটফোর্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও।
স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের আলবেনিয়া ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচেও দর্শক হয়েই থাকতে হবে মোরাতাকে। নভেম্বরের মাঝামাঝি সময় সুস্থ হয়ে ফেরার আশা করছেন তিনি।