• বুন্দেসলিগা
  • " />

     

    বায়ার্নের কোচ কে হচ্ছেন, জানেন গার্দিওলা

    বায়ার্নের কোচ কে হচ্ছেন, জানেন গার্দিওলা    

    কার্লো আনচেলত্তি চলে গেছেন কিছু দিন আগেই, আপাতত বায়ার্ন মিউনিখের কোচের কাজ চালিয়ে যাচ্ছেন সহকারী উইলি সানিওল। তবে পূর্ণকালীন একজন কোচের জন্য জোরেশোরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বায়ার্ন। নাম এখনো ঘোষণা না করা হলেও সেটি চূড়ান্ত হয়ে গেছে বলেই আভাস দিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট উলি হোয়েনেস। এবং সেই নামটা জানেন সাবেক বায়ার্ন কোচ পেপ গার্দিওলা!

    বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর তিন বছরে সবকিছু জিতলেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি গার্দিওলা। তবে বায়ার্ন থেকে বিদায়টা হয়েছে ভালোভাবেই। কিন্তু গার্দিওলার উত্তরসূরি আনচেলত্তি টিকতে পারেননি দেড় মৌসুমও, খেলোয়াড়েরাও তাঁর ওপর খুব একটা প্রসন্ন ছিলেন না বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম। আনচেলত্তির বিদায়ের পরে হোয়েনেসের সঙ্গে একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল গার্দিওলার। বায়ার্নের পরের কোচ কে হচ্ছেন, সেটা তখনই ম্যান সিটি কোচকে জানিয়েছেন হোয়েনেস। গার্দিওলা নাকি নামটা অনুমোদনও দিয়েছেন।

    কিন্তু শেষ পর্যন্ত বায়ার্নের কোচ কে হচ্ছেন? সাবেক ডর্টমুন্ড কোচ টমাস টুখেল ও হফেনহেইমের তরুণ কোচ জুলিয়ান নাগেলসমানের কথা শোনা যাচ্ছিল বেশি করে। তবে গার্দিওলা যেহেতু সবুজ সংকেত দিচ্ছেন, দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দায়িত্বটা টুখেলের কাছে যাচ্ছে বলেই অনুমান করছেন অনেকে। গার্দিওলা দায়িত্ব নেওয়ার সময় টুখেল ছিলেন মেইঞ্জের কোচ। তখনই তাঁর ট্যাকটিকস নজর কেড়েছিল গার্দিওলার। পরে টুখেল দায়িত্ব নিয়েছেন ডর্টমুন্ডে, এই মৌসুম শুরুর আগে তা ছেড়েও দিয়েছেন। শেষ পর্যন্ত টুখেলের ভাগ্যেই শিঁকে ছিড়ছে কি না, জানা যাবে খুব শিগগিরই।