ক্রীড়া সচিবকে প্রধান করেই বিসিবির নির্বাচন কমিশন
২০১৩ সালের ১০ অক্টোবর গঠিত হয়েছিল বিসিবির আগের কমিটি। আগামী ১৭ অক্টোবর তাই শেষ হয়ে যাচ্ছে এবারের কমিটির মেয়াদ। আজই কার্যত শেষ বৈঠক হয়ে গেল বিসিবির বর্তমান কমিটির। জরুরি সেই বৈঠকের পরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, খুব শিগগিরই শুরু হবে নির্বাচন। তার আগে ক্রীড়া সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের একটা নির্বাচন কমিটিরও প্রস্তাব করা হয়েছে। ১৫ দিনের মধ্যেই এই কমিটি নির্বাচনের তারিখ ঠিক করবে।
বিসিবির নির্বাচন নিয়ে বেশ কয়েক দিন ধরেই চলছে চাপান উতোর। এই কমিটির অধীনে কেন নির্বাচন কেন অবৈধ হবে না, সেটা নিয়ে গত মাসেই রিট করেছিলেন সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন। তবে আদালত বিসিবির বর্তমান কমিটির নির্বাচনী কর্মকান্ড চালিয়ে যাওয়ার ওপর এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।
সেটির অংশ হিসেবেই বিসিবি একটি কমিটির নাম প্রস্তাব করেছে। ক্রীড়া সচিবের অধীনে সেখানে বাকি চার জন হতে পারেন এনএসসির একজন, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একজন, একজন আইনি পরামর্শক ও ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এর মধ্যেই এনএসসি এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। চূড়ান্তভাবে কারা থাকবেন, সেটা এনএসসির অনুমোদনের পর থেকেই জানা যাবে। নির্বাচনের ব্যাপারে সব সিদ্ধান্ত এই কমিটি নেবে। এর মধ্যে বিসিবির এই কমিটি কাউন্সিলরের জন্য নাম পাঠাবে।