• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    'মেসি-দিবালাকে এক সঙ্গে খেলানো কঠিন'

    'মেসি-দিবালাকে এক সঙ্গে খেলানো কঠিন'    

    বাছাইপর্বে দুই ম্যাচ বাকি থাকতে এখনও নিশ্চিত নয় আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা। লা বোম্বোনেরায় আগামীকাল সকালের ম্যাচের ফল অনেকটাই নির্ধারণ করে দিতে আর্জেন্টিনার ভাগ্য। পেরুর বিপক্ষে ম্যাচে নিজের সেরা দলটা নিয়ে এখনও ধন্দে আছেন হোর্হে সাম্পাওলি। ম্যাচের আগে তার কথা শুনে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। সাম্পাওলি বলছেন, মেসি-দিবালাকে একই সঙ্গে খেলানোর সিদ্ধান্তটা ঝুঁকিপূর্ণ। 

    বাছাইপর্বে আগের দুই ম্যাচে দুইজনকেই একসঙ্গে খেলিয়েছিলেন সাম্পাওলি। তবে লিওনেল মেসি আর পাওলো দিবালার জুটিটা ঠিক সেভাবে জমে ওঠেনি। এরপর দিবালা নিজেও জানিয়েছিলেন মেসির সঙ্গে খেলাটা কঠিনই। সাম্পাওলিও নিজের কথার পেছনে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন সেটাই। 

    'দিবালা-মেসির জুটির আরও সময় দরকার। সময়ের সাথেই উন্নতি হবে। তবে এখনই সেই সময়টা হাতে নেই। তাই দুজনকে একসঙ্গে খেলানোটা ঝুঁকিপূর্ণ। আমরা আরও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে'। 

    সিরি আ তে দারুণ ফর্মে থাকলেও আগামীকালের ম্যাচে তাই আর্জেন্টিনার শুরুর একাদশে দিবালাকে দেখার সুযোগ কমই। 'জীবন-মরণ লড়াইয়ে' তাই সাম্পাওলির ভরসা সেই মেসিই। আর্জেন্টিনা দলে মেসির পজিশন নিয়ে কম কথা হয়নি। মাঝমাঠ নাকি আক্রমণভাগ কোথায় খেলাবেন তাঁকে? এমন প্রশ্নের উত্তরে মেসিকে আক্রমণভাগেই খেলানোর ইঙ্গিত দিয়েছেন সাম্পাওলি। 'ডিবক্স থেকে তাঁকে খুব বেশি দূরে খেলতে দেয়া ঠিক হবে না। সে ক্লাবে যেমন জায়গা বদলে খেলে তেমনটাই হওয়া উচিত আর্জেন্টিনার ক্ষেত্রেও। বক্সের খুব বেশি দূরে রাখা মানে তাঁকে গোলের কাছ থেকেও দূরে রাখা, অথচ সেটাই সে সবচেয়ে ভালো করে। এটা আমার দায়িত্ব তাঁকে বোঝানো যে আক্রমণভাগেই তার দায়িত্বটা বেশি জরুরি।'