• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সিরিয়া

    বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সিরিয়া    

    ওমর আল সোমার শেষদিকের পেনাল্টি গোলে অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের প্রথম লেগ ড্র করেছে সিরিয়া। 

    বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠ হিসেবে মালয়েশিয়াকে ব্যবহার করে আসছে সিরিয়া। এর আগের ম্যাচেই ইরানের বিপক্ষে ওমর আল সোমার অতিরিক্ত সময়ের গোলে প্লে অফে জায়গা নিশ্চিত করেছিল তারা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ মিনিটে পিছিয়ে পড়ার পর মনে হচ্ছিল হেরেই ম্যাচ শেষ করতে হবে সিরিয়ানদের। কিন্তু ৮৫ মিনিটে পাওয়া এক পেনাল্টি থেকে গোল করে এশিয়া কাপ জয়ীদের বিপক্ষে হার এড়ায় তারা। 

    আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে প্লে অফ বাঁধা পার করবে যুদ্ধবিধ্বস্ত দেশটি। অথবা ১-১ এর চেয়ে বড় ব্যবধানে ড্র করলেও পরের পর্বে জায়গা করে নিতে পারবে তারা। এশিয়া অঞ্চলের প্লে-অফে জয়ী দল এরপর খেলবে কনকাকাফ অঞ্চলের চার নম্বরে থাকা দলের সাথে। সেই ম্যাচের জয়ীর কপালেই জুটবে রাশিয়া বিশ্বকাপের টিকেট।