বায়ার্নেই ফিরলেন হেইঙ্কেস
টমাস টুখেলের নামটাই বেশি ভাসছিল হাওয়ায়। নাম শোনা যাচ্ছিল জুলিয়েন নাগেলসমান এমনকি লুইস এনরিকেরও। ইয়ুপ হেঙ্কেস ফিরতে পারেন পুরনো ক্লাবে, খবরটা সংবাদমাধ্যমে এসেছে কেবল কাল। আজই তা সত্যি হয়েছে, বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে নিশ্চিত করেছে চার বছর পর আবারও হেইঙ্কেস ফিরছেন বায়ার্নে।
বায়ার্নের দায়িত্ব প্রথম নিয়েছিলেন ১৯৮৭ সালে, ওই দফায় ছিলেন চার বছর। ২০০৯ সালেন অন্তবর্তীকালীন কোচ হওয়ার পর আবার দায়িত্ব নিলেন ২০১১ সালে। ওই দফার দুই বছরের শেষটা ছিল মনে রাখার মতো, ট্রেবল জিতেই অবসর নিয়েছিলেন কোচিং থেকে। এরপর ডাগআউটেও ফেরেননি। অবশেষে সেই বায়ার্নেই ফিরছেন, আপাতত দায়িত্বটা এই মৌসুমের শেষ পর্যন্ত।
সপ্তাহখানেক আগেই চ্যাম্পিয়নস লিগে পিএসজির আকছে হারার পর চাকুরি হারান বায়ার্ন কোচ কার্লো আনচেলত্তি। উইলি সানিয়ল দায়িত্ব নেওয়ার পর বুন্দেসলিগার প্রথম ম্যাচও হারে বায়ার্ন। এই মুহূর্তে তারা আছে দুইয়ে, সাত ম্যাচ শেষে শীর্ষে থাকা ডর্টমুন্ড থেকে পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।