• " />

     

    ছেলেদের সমান টাকা পাবে নরওয়ের মেয়ে ফুটবলাররা

    ছেলেদের সমান টাকা পাবে নরওয়ের মেয়ে ফুটবলাররা    

     

    ক্রীড়াঙ্গনে নারী-পুরুষের বেতনের বৈষম্য নিয়ে মতপার্থক্য বিশ্বজুড়েই। প্রায় সব খেলাতেই মেয়েদের বেতন ছেলেদের চেয়ে অনেকটাই কম। এবার নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশন নিয়েছে দারুণ একটি উদ্যোগ। এখন থেকে দেশটির পুরুষ ফুটবলারদের সমান বেতন পাবেন মহিলা ফুটবলাররা।

    একবার বিশ্বকাপ ও দুবার ইউরো জেতা নরওয়ের মহিলা ফুটবলারদের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বরাদ্ধ ছিল ৩.১ মিলিয়ন ক্রোন। সেটা এখন প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়াবে ৬ মিলিয়নে। এই বাড়তি অর্থের প্রায় ৫.৫ লাখ ক্রোনই অনুদান দিয়েছেন নরওয়ের পুরুষ ফুটবলাররা। জাতীয় দলের হয়ে খেলার সময় বিজ্ঞাপনের মাধ্যমে এটা আয় করেছিলেন তারা।

    নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জোয়াকিম ওয়াল্টিন বলছেন, এই উদ্যোগ বিশ্ব ফুটবলের জন্য অনুকরণীয়, “নরওয়েতে আমরা সম-অধিকারে বিশ্বাস করি। এটা দেশ ও দেশের খেলাধুলার জন্য দারুণ একটি ব্যাপার। কিছুদিন আগে নেদারল্যান্ডসের বিপক্ষে অর্থ সংকটের কারণে প্রমীলা ফুটবল ম্যাচ বাতিল করতে হয়েছিল ডেনমার্ককে। আয়রিশ ফুটবলারদের একবার বাথরুমেই জামা বদলাতে হয়েছে। অন্য দেশও এসব ব্যাপার নিয়ে ভাবছে। এখন পর্যন্ত আমরাই সমান অধিকার দিয়েছি ফুটবলারদের।”

    এই বাড়তি অর্থ দেশের প্রমীলা ফুটবলকে অনেকদূর সামনে এগিয়ে দেবে বলেই মানছেন ওয়াল্টিন, “আমাদের দলের অনেকেই পড়াশুনার পাশাপাশি ফুটবল খেলে। অনেকে কাজও করে খেলার সাথে সাথে। এই বাড়তি টাকা তাদের অনেক কাজে আসবে।”

    প্রমীলা ফুটবল দলের উইঙ্গার ক্যারোলিন হানসেন এই উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, “প্রমীলা ফুটবলারদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। পুরুষ দলের ফুটবলাররা নিজেদের টাকা দিয়ে সাহায্য করেছে। এটা হয়ত তাদের জন্য অল্প কিছু টাকা হতে পারে, কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় কিছু। তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমি সত্যিই আবেগ আপ্লুত হয়ে পড়েছি এই খবরটা শুনে।”