• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ছেলের সাথে বাগানে খেলতে গিয়ে ইনজুরি!

    ছেলের সাথে বাগানে খেলতে গিয়ে ইনজুরি!    

     

    ইনজুরি তো কতভাবেই হয়। কেউ খেলার মাঠে, কেউ অনুশীলনে আঘাত পেয়ে ম্যাচের দিন বেঞ্চে বসে থাকেন। কিন্তু ওয়েস্ট ব্রম গোলকিপার বেন ফস্টারের ইনজুরির কারণটা একেবারেই অন্যরকম, খানিকটা অদ্ভুতও বটে। ছেলের সাথে ঘরের পাশের বাগানে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন ফস্টার। এই ইনজুরির কারণে লেস্টার সিটির বিপক্ষে সোমবারের ম্যাচেও ছিলেন না তিনি।

     

    হাঁটুতে অনেক আগে থেকেই ইনজুরির প্রভাব বয়ে বেড়াচ্ছিলেন ফস্টার। ২০১৫ সালে প্রায় এক বছরের মতো মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। লেস্টারের বিপক্ষে ম্যাচের আগে ছেলের সাথে খেলতে গিয়ে আবারো সেই একই জায়গায় ব্যথা পান।

     

    ওয়েস্ট ব্রম কোচ টনি পুলিস জানিয়েছেন, ফস্টারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি বলেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, “লেস্টারের বিপক্ষে তাঁকে খেলানোর ব্যাপারে একদমই ভাবিনি। আগেও তাঁর হাঁটুতে ভয়াবহ ইনজুরি হয়েছিল। ছেলের সাথে খেলতে গিয়ে আবারো সেটা ফিরে এসেছে। তাঁর এখন বিশ্রাম দরকার।”

     

    ফুটবলে এরকম অদ্ভুত ইনজুরি নতুন কিছু নয়। কিছুদিন আগেই পা শেভ করলে গিয়ে ইনফেকশনের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের মার্কো অ্যাসেন্সিও। ব্রণে ইনফেকশন হওয়াতে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।