রাশিয়া বিশ্বকাপে হামলার হুমকি আইএসের
বিশ্বকাপ ফুটবলের আগমনী বার্তা এরই মাঝে পেতে শুরু করেছে ফুটবল বিশ্ব। নভেম্বরের ভেতরই চূড়ান্ত হবে বিশ্বকাপে কোন কোন দল খেলছে। ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ড্র। তবে এসবের মাঝেই ধেয়ে এলো শঙ্কার মেঘ। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট রাশিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে।
নিজেদের ওয়েবসাইটে আইএস একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় বন্দুক হাতে তাদের একজন রাশিয়ার ভলোগোগার্দ অ্যারেনার সামনে দাঁড়িয়ে আছে। ছবিতে রয়েছে বোমা হামলার ইঙ্গিতও। এই স্টেডিয়ামটি রাশিয়া বিশ্বকাপের অন্যতম ভেন্যু।
গত এপ্রিলে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে আইএসের হামলায় ১৪ জন নিহত হয়। এই শহরেও বিশ্বকাপের অনেক ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৮ সালের ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল শেষ হবে ১৫ জুলাই। রাশিয়ার ১১ টি শহরের ১২ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৬৪ ম্যাচ।