• " />

     

    জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরছেন টেলর-জার্ভিস

    জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরছেন টেলর-জার্ভিস    

    ‘কলপ্যাক চুক্তি’ থেকে বেরিয়ে এসে গতমাসেই জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছিলেন দুজন। কিছুদিনের মাঝেই জিম্বাবুয়ের হয়ে মাঠে নামতে দেখা যাবে ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিসকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টে জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন দুজনই।

    ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে শেষবার সাদা পোশাকে দেখা গিয়েছিল টেলরক। জার্ভিস নিজের শেষ টেস্ট খেলেছিলেন ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষেই। ইংলিশ কাউন্টি ক্রিকেটে কলপ্যাক চুক্তি করায় জাতীয় দলের হয়ে দুজনের আর খেলা হয়নি এই কয়েক বছর। টেলর নিজের ক্যারিয়ারে খেলেছেন ২৩ টেস্ট, জার্ভিস মাঠে নেমেছেন ৮ টেস্টে।

    ৩ বছর পর দলে ফিরে দারুণ খুশি টেলর, “তিন বছর আগে নিজের টেস্ট ক্যাপ পরে মাঠে নেমেছিলাম। ৪ দিন পর আবারো সেটা পরতে পারব ও জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলতে পারব। এটা দারুণ এক অনুভূতি।”

    Almost 3 years since I last wore my test cap. In 4 days I get to wear it again and represent @ZimCricketv and country. pic.twitter.com/fA4BFTZ3Wv

    — Brendan Taylor (@BrendanTaylor86) October 17, 2017

    শ্রীলংকার বিপক্ষে খেলা টেস্ট স্কোয়াডে ৭ টি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন তরুণ সলোমন মিরে, নায়াসা মায়াভো ও টেন্ডাই চিরোসো। গ্রায়েম ক্রেমার থাকবেন দলের অধিনায়ক।

    ২১ অক্টোবর বুলাওয়েতে শুরু হবে ২ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।