• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আর মাত্র ৬ পয়েন্ট

    আর মাত্র ৬ পয়েন্ট    

    ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার দৌড়টা এবার ছিলো অনেকটাই একপেশে। ২০১৪ সালের অগাস্ট মাস থেকে লীগের শীর্ষস্থানটা দখল করে রাখা চেলসি এখন চলে এসেছে শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে। পরের ৫ ম্যাচের ১৫ পয়েন্টের মধ্যে ৬ পয়েন্ট উঠাতে পারলেই তাদের ইতিহাসে পঞ্চমবারের মত লীগ শিরোপা চলে আসবে স্ট্যাম্পফোর্ড ব্রীজে।

    • বার্সেলোনা থেকে মৌসুমের শুরুতে চেলসিতে যোগ দেয়া সেস্ক ফ্যাব্রিগাসের জন্য আজকের আর্সেনালের বিপক্ষের ম্যাচটি ছিলো একটু অন্যরকম। কারণ একসময় তিনি ছিলেন এই এমিরেটস স্টেডিয়ামে সবার চোখের মণি। কিন্তু আজ সেই আর্সেনাল সমর্থকদের শত্রু।

     

    একসময়কার এমিরেটসের প্রিয় সন্তান ফ্যাব্রেগাস গতরাতে হলেন দুয়োধ্বনির শিকার

     

     

    • গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচটিতে হতে পারতো অন্যরকম শিরোনাম। ফ্যাব্রিগাসের দারুণ এক লফটেড থ্রু বল রিসিভ করেন অস্কার। আর্সেনাল গোলরক্ষক ডেভিড অস্পিনার মাথার উপর দিয়ে করা অস্কারের শট গোললাইনে বাঁচিয়ে দেন ডিফেন্ডার হেক্টর বেলেরিন। অস্পিনা শট বাঁচাতে গিয়ে ফেলে দেন অস্কারকে। চেলসি খেলোয়াড়দের পেনাল্টি আবেদনে সাড়া দেননি রেফারি।

     

     

    ওসপিনার সাথে এই সংঘর্ষের ফলস্বরূপ অসকারকে যেতে হয়েছে হাসপাতালে

     

     

    • প্রথমার্ধে স্যান্টি কাজোর্লার ট্যাকলে আর্সেনালের বক্সের মধ্যে পরে যান ফ্যাব্রিগাস। কিন্তু রেফারি পেনাল্টি না দিয়ে ফ্যাব্রিগাসকে ডাইভ দেবার অপরাধে দেন হলুদ কার্ড।

     

    ডাইভ দেওয়ার অপরাধে ফ্যাব্রেগাস দেখেন হলুদ কার্ড

     

     

    • দ্বিতীয়ার্ধে ম্যাচের তেজ মিলিয়ে যায় অনেকখানি। কারণ এই ম্যাচে একটি পয়েন্টই জোসে মরিনহোর দলের জন্য ছিলো যথেষ্ট। শেষ পর্যন্ত এই 0-0 স্কোর দিয়েই মাঠ ছাড়ে দুই দল।
    • চেলসি এই ম্যাচসহ লীগে মোট ১৬টি ম্যাচে কোন গোল হজম করেনি। প্রিমিয়ার লীগে এই মৌসুমে এটি যেকোন দলের মধ্যে সর্বোচ্চ।

     

    শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দ চেলসির

     

     

    • এই ড্র এর ফলে শিরোপায় প্রায় এক হাত দিয়েই ফেলেছে চেলসি। লীগের শেষের দিকের দল লেইস্টার সিটি আর স্ট্যামফোর্ড ব্রীজে ক্রিস্টাল প্যালেসের সাথে ২টি ম্যাচ জিতলেই শিরোপা উঠে যাবে চেলসির হাতে।