'গোল্ডেন বয়' এমবাপ্পে
তারকা ফুটবলার হতে তিনি সময়ে নিয়েছিলেন মাত্র এক মৌসুম। ১৮ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে আলো ছড়িয়েছেন মোনাকোর হয়ে। এরপর প্যারিস সেন্ট জার্মেইতেও টেনে নিয়ে এসেছেন সেই দ্যুতি। এবার ভালো খেলার পুরস্কারটাই পেলেন এমবাপ্পে। ইউরোপের গোল্ডের বয় শিরোপাটা গেছে তাঁর কাছে।
ইউরোপের বিভিন্ন লিগে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা খেলোয়াড়কে দেয়া হয় এই পুরস্কার।এমবাপ্পের সাথে তালিকায় ছিল বার্সেলোনার উসমান ডেম্বেলে ও ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল হেসুসের নামও। বাকি দুইজনকে টপকে এমবাপ্পের সেরা হওয়াটা অনুমিতই ছিল। সাংবাদিকদের ভোটে বাকি দুইজনের চেয়ে অনেক বেশি এগিয়ে থেকেই গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছেন এমবাপ্পে। দুইয়ে আছেন ডেম্বেলে, তিন নম্বর জায়গাটা হেসুসের।