র্যাংকিংয়ে এগুলেন তামিমরা
পাকিস্তানের সঙ্গে খুলনা টেস্ট ড্র করে বাংলাদেশের টেস্ট র্যাংকিংয়ের কোনো নড়চড় হয়নি। তবে ব্যক্তিগত র্যাংকিংয়ে ভালোই উন্নতি হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে ৩৪ থেকে ২৬ নম্বরে উঠে এসেছেন তামিম ইকবাল। খুলনা টেস্টের প্রথম ইনিংসে ৮০ রান করার সুবাদে ২৫ থেকে দুই ধাপ এগিয়ে ২৩-এ এ চলে এসেছেন মমিনুল। এটাই তাঁর ক্যারিয়ারের সেরা অবস্থান। এদিকে খুলনা টেস্টে ৫১ ও ১৫০ রান করার জন্য বড় একটা লাফ দিয়েছেন ইমরুল কায়েস। বাংলাদেশের এই ওপেনার ২৪ ঘর এগিয়ে উঠে এসেছেন ৬৭তে।
শুধু ব্যাটসম্যানরাই নন, এগিয়ে এসেছেন বোলাররাও। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে তাইজুল উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩১ নম্বরে। তবে সব মিলিয়ে বাংলাদেশের টেস্ট অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে নয়েতে। তবে তিনে থাকা পাকিস্তানকে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইলে ঢাকা টেস্ট জিততেই হবে। হারলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পেছনে পাঁচে চলে যাবে পাকিস্তান। আর ড্র করলে এক ধাপ পিছিয়ে চলে যাবে চারে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে বার্বাডোজ টেস্টে হেরে ইংল্যান্ড এই মুহূর্তে চারে অবস্থান করছে। ছবি-সৌজন্যঃএএফপি