• কোপা আমেরিকা
  • " />

     

    অস্কারকে রাখলেন না দুঙ্গা

    অস্কারকে রাখলেন না দুঙ্গা    

    ব্রাজিল দলে খেলছেন প্রায় তিন বছর হয়ে গেল। এই ২৩ বছর বয়সেই সেলেসাওদের আক্রমণের অন্যতম ভরসা । কিন্তু কোপায় দর্শক হিসেবেই বসে থাকতে হবে অস্কারকে, দুঙ্গা তাঁর ২৩ জনের দলে চেলসি মিডফিল্ডারকে রাখেননি। কালই নিজের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।

     

     

    কদিন আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন মাথায়। দুঙ্গা সেটাকেই দেখাচ্ছেন কারণ হিসেবে, "আমি মরিনহো ও চেলসির অন্যান্যদের সঙ্গে কথা বলেছি। ওর ভালো হয়ে ওঠার জন্য সময় দরকার। আমার মনে হয় ওর বিশ্বকাপ বাছাইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আসা উচিত। "

     

     

     

    দলে ডাক পেয়েছেন পোর্তো মিডফিল্ডার কাসেমিরো। আক্রমণে দীর্ঘদিনের অভিজ্ঞ রবিনহোকে রেখেছেন দুঙ্গা। সঙ্গে আছেন গত কিছুদিনের নিয়মিত মুখ ডিয়েগো টারডেই ও রবার্তো ফিরমিনো।

     

    গোলরক্ষক: জেফারসন, ডিয়েগো আলভেস, মার্সেলো গ্রোহে
    ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকিনিয়স, থিয়াগো সিলভা, মিরান্ডা, দানিলো, ফাবিনহো, মার্সেলো, ফেলিপে লুইস
    মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, কাসেমিরো, এভারটন রিবেইরো, ডগলাস কস্টা, উইলিয়ান, কুতিনহো
    ফরোয়ার্ড: নেইমার, ডিয়েগো টারডেই, রবিনহো, রবার্তো ফিরমিনো