গার্দিওলার প্রশংসায় মাতলেন রোনালদিনহোও
ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমটা ভালো না গেলেও, এবার শুরু থেকেই দারুণ খেলছে তাঁর দল। স্পেন আর জার্মানির পর ইংল্যান্ডেও তাই চলছে পেপ গার্দিওলা স্তুতি। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি সিটি। প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে আছে বড় ব্যবধানে এগিয়ে থেকে। চ্যাম্পিয়নস লিগেও নিশ্চিত হয়েছে দ্বিতীয় পর্ব, সাথে মাঠের খেলাতেও মুগ্ধ করছে সবাইকেই।মুগ্ধ সেই দর্শকদের তালিকায় আছেন রোনালদিনহোও! সিটির চেয়েও বরং গার্দিওলার প্রশংসা বানী ঝরছে তাঁর কণ্ঠে।
ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো জানিয়েছেন বার্সেলোনার মতো সাফল্য ধরা দিতে পারে পেপ গার্দিওলার ম্যান সিটিকেও। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ইংল্যান্ডেও গার্দিওলার সাফল্য পাওয়াটা সময়ের ব্যাপার ছিল বলেই মানছেন তিনি। আর কথার পেছনে যুক্তিও দেখিয়েছেন রোনালদিনহো। খেলাটা খুব ভালো বোঝেন বলেই কোচ হিসেবেও ফুটবল মাঠে সাফল্য পাচ্ছেন গার্দিওলা- রোনালদিনহো জানাচ্ছেন এমনটাই।
'যখন খেলোয়াড় ছিল, তখন থেকেই সে বাকিদের চেয়ে খেলার কৌশলটা খুব ভালো বুঝত। খেলোয়াড় হলেও সে চিন্তা করত একজন কোচের মতো করে। খেলার ব্যাপারে তাঁর বোঝাপড়াটা তাই খুবই গভীর। তাই যেখানেই যায়, বাকি কোচদের চেয়ে এগিয়েই থাকে সে। মাঠে কী দরকার সেটা তাঁর চেয়ে ভালো কেউ জানে না!'
২০০৮ সালে পেপ গার্দিওলার বার্সেলোনার দায়িত্ব নেওয়ার আগেই ক্লাব ছেড়েছিলেন রোনালদিনহো। গার্দিওলার অধীনে তাই তার খেলা হয়নি কখনই। কিন্তু গার্দিওলার দলে খেলতে পারাটা যে কোনো খেলোয়াড়ের জন্যই সম্মানের বলে মনে করেন ব্রাজিলিয়ান।
'গার্দিওলার দল সাজানো থেকে শুরু করে মাঠের পাসিং ফুটবল, সবকিছুই আকর্ষনীয়। এমন 'সুন্দর ফুটবলই' দেখতে চায় লোকে। তাঁর দলে খেলতে পারাটা যে কারও জন্যেই সম্মানের।'
গার্দিওলার অধীনে না খেললেও সাবেক আরেক বার্সা কোচকেই 'সেরা'র মুকুটটা দিচ্ছেন রোনালদিনহো। নিজের ক্যারিয়ারে খেলা কোচদের মধ্যে ফ্রাঙ্ক রাইকার্ডকেই সেরা মনে করেন এই তিনি।