উইলিয়ানের গোলে পরাজয় এড়ালো চেলসি
শেষ বাঁশি বাজতে বাকি ৭ মিনিট, ১-০ গোলে পিছিয়ে দল। ডেভিড জাপাকস্তার বদলি হিসেবে উইলিয়ানকে নামালেন চেলসি কোচ আন্তোনিও কন্তে। দুই মিনিটের ভেতরেই কোচের ‘মান’ রাখলেন উইলিয়ান। দারুণ এক গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচালেন এই ব্রাজিলিয়ান। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত চেলসির সাথে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।
প্রথমার্ধে দুই দলের ফরোয়ার্ডরা আক্রমণের পরসা সাজিয়ে বসলেও এগিয়ে যেতে পারেনি কেউই। লিভারপুলের মোহামেদ সালাহ, ড্যানিয়েল স্টারিজ, চেলসির ইডেন হ্যাজার্ড, জাপাকস্তা, আলভারো মোরাতা; সুযোগ নষ্ট করেছে প্রত্যেকেই। দুই দলের গোলরক্ষকই দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন নিজেদের পোস্টের সামনে।
ঘরের মাঠে দ্বিতীয়ার্ধেই দলকে এগিয়ে দেন সালাহ। ৬৫ মিনিটে অ্যালেক্স চেম্বারলাইনের পাসে বক্সের ভেতরে বল পান। সালাহর ডান পায়ের জোরালো শট ঠেকানোর কোনো উপায়ই ছিল না চেলসি গোলরক্ষকের সামনে। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে সালাহের গোলসংখ্যা দাঁড়াল ১৫ তে। ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ এসেছিল জর্জিনিওর সামনে। ফিলিপ কুতিনহোর ক্রসে পোস্টের সামনে বল পেয়েও জালে জড়াতে পারেননি।
৮৩ মিনিটে বদলি হিসেবে নামা উইলিয়ান মাত্র ১৪৪ সেকেন্ডের মাঝেই সমতা আনলে অ্যানফিল্ডে নেমে আসে শ্মশানের নীরবতা। বদলি হিসেবে নামা ফুটবলারের এটাই এই মৌসুমের দ্রুততম গোল। ৯১ মিনিটে অবশ্য নিজের দ্বিতীয় গোল করে লিভারপুলকে জয় এনে দিতে পারতেন সালাহ, কিন্তু তাঁর শটও বাঁচিয়ে দেন চেলসি কিপার। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। প্রিমিয়ার লিগে কখনোই লিভারপুলকে হারানোর স্বাদটা পাননি কন্তে, এবারও সেটা অধরাই রয়ে গেল। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি, ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।
অন্য ম্যাচে ৬৬ মিনিটে করা লুইস ডাঙ্কের আত্মঘাতী গোলে ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ঘরের মাঠে টানা ১১ ম্যাচে জয় পেলো হোসে মরিনহোর দল। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।