'মান নেমে গেছে ইতালির ফুটবলের'
বিশ্বকাপের মূল পর্বেই জায়গা হয়নি ইতালির। ক্লাব ফুটবলেও ইতালির রাজত্বে শেষ হয়েছে আরও আগেই। সব মিলিয়ে একটা অস্থির সময় পার করছে ইতালিয়ান ফুটবল। এই ব্যাপারটা আগেই আঁচ করতে পেরেছিলেন দানি আলভেস। জুভেন্টাসে মানিয়ে নিতে না পেরে এক মৌসুম পরই আবার তাই বদলেছেন ঠিকানা। গতকাল ইতালিয়ান বর্ষসেরা একাদশের পুরস্কার নিতে এসে এসবই জানিয়েছেন দানি আলভেজ।
'আমি জুভেন্টাস সতীর্থদের সাথে কথা বলেছি। তাঁরা জানে আমি কেন ক্লাব ছেড়েছি। যখন ইতালিতে এসেছিলাম, আমার লক্ষ্য ছিল নতুন কিছু করে দেখানোর। ইতালির ফুটবল যেন আবারও সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে- সেটাই চেয়েছিলাম আমি। অনেক চেষ্টাও করেছি, কিন্তু সেসব কিছুই করতে পারিনি। শেষদিকে গিয়ে আমি আর ইতালিতে খেলাটাও উপভোগ করতে পারছিলাম না। এজন্যই ছাড়তে হয়েছে ক্লাব।'
বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে সুখেই আছেন জানিয়ে কিছু পরামর্শও দিয়েছেন ইতালির ফুটবলকে। 'এখানে ভালো আছি কারণ স্বাধীনতাটা আছে। আশা করি ইতালির ফুটবলের নীতি নির্ধারকেরা খুব তাড়াতাড়িই ব্যাপারটা বুঝতে পারবেন যে বাকি সব জায়গায় খেলার ধরনটা বদলে গেছে। '
'ইতালির ফুটবলে ম্যান নেমে গেছে। আগের যেমন ইউরোপ শাসন করার মতো ক্লাব তাঁদের ছিল- সেইদিন এখন আর নেই। সবার উচিত নাপোলিকে অনুসরণ করা। 'ক্যালিসওটা' তারাই খেলে। আমার মনে হয় এটাই সমাধান।'