• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মেসিকে নিয়েই 'সতর্ক' আইসল্যান্ড

    মেসিকে নিয়েই 'সতর্ক' আইসল্যান্ড    

     

    প্রথমবারের মতো বিশ্বকাপে গেছে দল। বিশ্বকাপের ড্রয়ে গ্রুপ ‘ডি’তে ক্রোয়েশিয়া, নাইজেরিয়ার সাথে আইসল্যান্ডের প্রতিপক্ষ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। আইসল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসন বলছেন, দলের আর্জেন্টাইন স্কাউট তাঁকে শুধু লিওনেল মেসির ব্যাপারে বিশেষভাবে ‘সতর্ক’ করে দিয়েছেন।

     

     

     

    ইউরো ২০১৬তে চমক দেখিয়েছিল ‘ভাইকিংসরা’। বাছাইপর্বে দারুণ পারফর্ম করে ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ হিসেবে পৌঁছে গেছে রাশিয়া বিশ্বকাপে। আগামী বছরের ১৬ জুন মস্কোতে নিজেদের প্রথম ম্যাচেই মেসিদের মুখোমুখি হবে আইসল্যান্ড। হলগ্রিমসন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন, “ড্রয়ের পরপরই আইসল্যান্ডের আর্জেন্টাইন স্কাউট আমাকে একটা কথাই বললেন, ‘১০ নম্বর জার্সি’! প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবো, এটা দারুণ ব্যাপার। আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসের একটা অংশ। আমরাও সেটার অংশীদার হতে যাচ্ছি।”

     

    শক্তিমত্তার দিক দিয়ে আর্জেন্টিনার চেয়ে কাগযে কলমে অনেকটাই পিছিয়ে আইসল্যান্ড। তবে হলগ্রিমসন মনে করেন, নিজেদের সেরাটা দিলে ‘কিছু একটা’ হতেও পারে, “ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের কতটা সুযোগ আছে জানি না, তবে গত কয়েক বছরে আমরা ভালো ফুটবল খেলেছি। ম্যাচের দিন যদি সেটা করতে পারি, দারুণ একটা লড়াই হবে!”

     

    সব মিলিয়ে আইসল্যান্ডের জনসংখ্যা সাড়ে তিন লাখের মতো। দেশটির কমপক্ষে ১৫ শতাংশ দর্শক রাশিয়াতে আসবেন দলকে সমর্থন জোগাতে, বিশ্বাস হলগ্রিমসনের, “আমরা আশা করি প্রচুর দর্শক আসবে দেশ থেকে। মোট জনসংখ্যার ১৫ শতাংশ লোক রাশিয়াতে আসতে পারে। আমরা সবাইকে খুশি করার প্রাণপণ চেষ্টা করব। গ্রুপ পর্বের তিন ম্যাচের জন্য তাঁরা আসবেন। এরপর কতদিন থাকতে হয় সেটা সময়ই বলে দেবে!”