• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    'অন্যদের চেয়ে ব্রাজিলের গ্রুপ সহজ'

    'অন্যদের চেয়ে ব্রাজিলের গ্রুপ সহজ'    

    দুর্দান্ত এক বাছাইপর্বের পর সবার আগে বিশ্বকাপে পৌঁছেছিল তাঁরাই। ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে পাঁচবাররের চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী হবে কারা, তা নির্ধারণ হয়েছে গত রাতেই। সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া; গ্রুপ ‘ই’তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে এই তিন দেশ। সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো বলছেন, অন্যদের চেয়ে ব্রাজিলের গ্রুপ খানিকটা সহজ।

     

     

     

    বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে পেলে-ম্যারাডোনার মতো উপস্থিত ছিলেন রোনালদোও। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ নিয়ে খুশি এই ব্রাজিলিয়ান, “ব্রাজিলের গ্রুপ দেখে আমরা খুশি হতেই পারি। মনে হচ্ছে গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে উঠবে দল। অন্য গ্রুপগুলো যথেষ্ট কঠিন আমাদের তুলনায়। আশা করি কোচ তিতে ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন।”

     

    এদিকে কোচ তিতে অবশ্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছেন, “কে প্রতিপক্ষ থাকবে এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ব্রাজিলকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। নিজেদের কৌশল নিয়ে কাজ করতে হবে।”

     

    গ্রুপের তিন প্রতিপক্ষের মাঝে কোস্টারিকাকেই নিয়েই মন্তব্য করেছেন তিতে, “২০১৪ সালের বিশ্বকাপে দারুণ খেলেছে কোস্টারিকা। এই যুগে কোন দল কেমন খেলবে সেটা আগে থেকেই বোঝা যায় না। নিজেদের শক্তি বাঁচিয়ে রাখতে হবে। প্রতিটা ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবতে হবে, ফুটবলারদের নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে। তাহলেই ভালো ফল আসবে।”