• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    স্পার্সের হোঁচটের দিনে জয় পেল চেলসি, লিভারপুল

    স্পার্সের হোঁচটের দিনে জয় পেল চেলসি, লিভারপুল    

    প্রিমিয়ার লিগে আজ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সহজেই নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে জোড়া গোল করেছেন বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড এবং স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। সাবেক ক্লাবে ফেরাটা তাই স্মরণীয় করে রাখতে পারলেন না রাফা বেনিতেজ।

     

    নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরুটা একেবারেই ভাল ছিল না ‘ব্লুজ’দের। ম্যাচের মাত্র ১২ মিনিটেই লিড নিয়ে নেয় বেনিতেজের দল। জ্যাকব মার্ফির শট চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া রুখে দিলেও ফিরতি বলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি স্ট্রাইকার ডোয়াইট গেইল। গোল হজম করেই নড়েচড়ে বসে চেলসি। ১৭ মিনিটেই ম্যাচে ফিরতে পারত কন্তের দল। কিন্তু সেস ফ্যাব্রেগাসের পাস থেকে নিউক্যাসল গোলরক্ষক কার্ল ডার্লোকে একা পেয়েও দলকে সেবার সমতায় ফেরাতে পারেননি হ্যাজার্ড। ২০ মিনিটে কর্ণার থেকে সেন্টারব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের হেড ক্রসবারে প্রতিহত হলে সে যাত্রায়ও বেঁচে যায় নিউক্যাসল।

     

    অবশ্য এর মিনিটখানেক পরই সমতায় ফেরে চেলসি। ২১ মিনিটে ডানপ্রান্ত থেকে সিজার অ্যাজপিলিকুয়েতার ক্রস ক্লিয়ার করেন ফ্লোরিয়ান লেজুন। স্প্যানিশ এই ডিফেন্ডারের ক্লিয়ারেন্স থেকে ভলি করে চেলসিকে সমতায় ফেরান হ্যাজার্ডই। প্রথমার্ধের ৩৩ মিনিটে চেলসিকে লিড এনে দেন মোরাতা। ডানপ্রান্ত থেকে ভিক্টর মোজেসের ক্রসে হেড করে গোল করেন এই স্প্যানিয়ার্ড। গত মৌসুমের শুরু থেকে আজ পর্যন্ত এ নিয়ে হেডে ১১টি গোল করলেন মোরাতা, যা ইউরোপের শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ।

     

    মোরাতার গোলের পর হ্যাজার্ড, ফ্যাব্রেগাসদের মিসের মহড়ায় লিডটা বাড়িয়ে নিতে পারেনি 'ব্লুজ'রা। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে মোজেসকে ডিবক্সে ফাউল করে চেলসিকে পেনাল্টি উপহার দেন ম্যাট রিচি। ১২ গজ থেকে ম্যাচে নিজের ২য় এবং চেলসির ৩য় গোল করতে ভুল করেননি হ্যাজার্ড।

     

    চেলসির মতই আজ হেসেখেলেই জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগের নতুন দল ব্রাইটনের জালে রীতিমত গোল উৎসব করেছে ইয়ুর্গেন ক্লপের দল। ৫-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো, ফিলিপ কুতিনহো এবং এমরে চান। অন্য গোলটি ছিল আত্মঘাতী। এক গোল করলেও পুরোটা ম্যাচই ব্রাইটন রক্ষণভাগকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন কুতিনহো।

     

     

    ম্যাচের ৩০ মিনিটে কুতিনহোর কর্নার থেকে হেড করে দলকে লিড এনে দেন চান। এর মিনিট দুয়েক পরই ব্যবধান দ্বিগুণ করে 'অল রেড'রা। ৩২ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে বাঁ-প্রান্ত থেকে কুতিনহোর ক্রস পায়ের আলতো টোকায় ব্রাইটন জালে পাঠান ফিরমিনো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার দারুণ এক সু্যোগ পেয়েছিল ব্রাইটন। ৪৮ মিনিটে গোলের মাত্র গজ তিনেক দূর থেকে গ্লেন মারের শট দুর্দান্তভাবে রুখে দেন লিভারপুল গোলরক্ষক সিমন মিনিওলে। ফিরতি প্রতি আক্রমণেই মোহাম্মদ সালাহর পাস থেকে ম্যাচে নিজের ২য় গোল করেন ফিরমিনো। অবশ্য এর কিছুক্ষণ পরেই ৫০ মিনিটে পেনাল্টি পায় ব্রাইটন। এবার অবশ্য ভুল করেননি মারে। ১২ গজ থেকে ঠিকই মিনিওলেকে পরাস্ত করেন এই ইংলিশ স্ট্রাইকার। ৮৭ মিনিটে ডিবক্সের বাইরে থেকে নিচু এক নিখুঁত ফ্রিকিকে লিভারপুলের জয় নিশ্চিত করেন আকের ম্যান অফ দ্যা ম্যাচ কুতিনহো। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারও এক প্রতি আক্রমণে সেই কুতিনহোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল নিজ জালে ঠেলে দেন লুইস ডাঙ্ক।

     

     

    চেলসি, লিভারপুল জিতলেও ওয়াটফোর্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টটেনহাম হটস্পার্সকে। ম্যাচের ১৩ মিনিটে মিডফিল্ডার টম ক্লেভারলির কর্ণার থেকে হেড করে ওয়াটফোর্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কাবাসেল। এর মিনিট দশেক পরই অবশ্য সমতায় ফেরে স্পার্স। ২৪ মিনিটে ডানপ্রান্ত থেকে ক্রিশ্চিয়ান এরিকসেনের ক্রস থেকে গোল করেন হিউঙ-মিন সন। ম্যাচের ৫২ মিনিটে রিচার্লিসনের মুখে কনুই দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ডাভিনসন সানচেজকে। ৬৩ মিনিটে ডিবক্সের বাইরে থেকে আব্দুলাই দুকুরের জোরাল শট বারে প্রতিহত হলে সে যাত্রায় বেঁচে যায় মরিসিও পচেত্তিনোর দল। আজ জয় না পাওয়ার কারণ হিসেবে ভাগ্যের পাশাপাশি রেফারির বিতর্কিত সিদ্ধান্তকেও দুষতে পারেন ওয়াটফোর্ড ম্যানেয়ার মার্কো সিলভা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে রিচার্লিসনের ক্রস এরিক ডায়ারের হাতে লাগলেও পেনাল্টি বাঁশি বাজাননি রেফারি। শেষ বাঁশির পর রেফারির উদ্দেশ্যে ওয়াটফোর্ড সমর্থকেরা দুয়ো দিয়েই প্রতিবাদ করেছেন রেফারির সিদ্ধান্তের।