• সিরি আ
  • " />

     

    পেরিসিচের হ্যাটট্রিকে ইন্টারের বড় জয়

    পেরিসিচের হ্যাটট্রিকে ইন্টারের বড় জয়    

     

    শুক্রবার জুভেন্টাসের কাছে নাপোলির পরাজয়ের পরেই এসেছিল শীর্ষে ওঠার সুযোগ। সেই সুযোগ হাতছাড়া হতে দেয়নি ইন্টার মিলান। ইভান পেরিসিচের হ্যাটট্রিকে ঘরের মাঠে শিয়েভোকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার।

    ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন পেরিসিচ। হোয়াও মারিওর পাসে বক্সের বাইরে থেকে শট নিলেও সেটা বাঁচিয়ে দেন কিপার। পরের মিনিটেই আন্তোনিও কান্দ্রেভার ক্রসে আন্দ্রে রানোচ্চির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক আক্রমণে শিয়েভো রক্ষণভাগকে এক মুহূর্তের জন্যও স্বস্তি দেননি ইন্টার ফরোয়ার্ডরা। তবে প্রতিবারই তাদের হতাশ করেছে শিয়েভো।

    অবশেষে ২৩ মিনিটে ভাঙ্গে শিয়েভোর প্রতিরোধ। বক্সের ভেতর থেকে পেরিসিচের জোরালো শটে এগিয়ে যায় দল। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাউরো ইকার্দি। মার্সলো ব্রোজোভিচের পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি। ৪২ মিনিটে শিয়েভোর হয়ে ব্যবধান কমাতে পারতেন ভ্যাল্টার বিরসা, তাঁর শট ঠেকিয়ে দেন ইন্টার কিপার।

    দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন পেরিসিক, তবে গোলরক্ষকের কল্যাণে সেটা হয়নি। তিন মিনিট পর অবশ্য ঠিকই গোল পেয়ে যান পেরিসিচ। ৬০ মিনিটে কান্দ্রেভার পাসে বল জালে জড়ান মিলান ক্রিনিয়ার।

    ৭৯ মিনিটে পেরিসিচ, ৯১ মিনিটে আন্দ্রে রানোচিয়া সহজ সুযোগ নস্ট না করলে শিয়েভোর হারের ব্যবধান আরও বড় হতো। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে হ্যাটট্রিক পূর্ণ করেন পেরিসিচ। এই মৌসুমে নিজের সপ্তম গোল করলেন তিনি। 

    ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।