• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    আবারও ভাঙল মেসির মূর্তি

    আবারও ভাঙল মেসির মূর্তি    

    এই বছরের জানুয়ারিতেই কারা যেন কোমর বরাবর ভেঙ্গে ফেলেছিল তাঁর মূর্তি। বুয়েন্স আয়ার্সের প্রশাসন সেটাকে আগের রূপে ফিরিয়ে আনলেও আবারও আঘাত এসেছে লিওনেল মেসির মূর্তির ওপর। এবার পায়ের গোড়ালির থেকে ভেঙ্গে ফেলা হয়েছে পাথরের মেসিকে।

     

     

     

    বুয়েন্স আয়ার্সের পুয়ের্তো মাদেরোর ‘ওয়াকওয়ে অফ গ্লোরিতে’ গত বছর বসানো হয়েছিল আর্জেন্টাইন অধিনায়কের প্রতিমূর্তি। সেখানে আছে আর্জেন্টাইন টেনিস কিংবদন্তি গ্যাব্রিয়েল সাবাতিনি ও বাস্কেটবল খেলোয়াড় ম্যানুয়েল জিনোবিলির মূর্তিও।

     

     

    বার্সেলোনার হয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া মেসি জাতীয় দলের হয়ে সেরকম কিছুই অর্জন করতে পারেননি। এবার অবশ্য তাঁর নৈপুণ্যেই বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। মেসির ওপর আর্জেন্টাইন ভক্তরা যে খুব একটা ‘সন্তুষ্ট’ নয়, সেটার প্রমাণ বহুবার দিলেও সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই মূর্তি নিয়েই। ২০১৬ সালের জুনে স্থাপন করা মেসির মূর্তি এই বছরের শুরুতে ভেঙ্গে দিয়ে দুর্বৃত্তরা জানান দেন, মেসির ওপর ‘রাগটা’ এখনও কমেনি তাদের।

     

    ভেঙ্গে যাওয়া মূর্তি আবারও আগের হালে ফিরিয়ে এনেছিল কর্তৃপক্ষ। তবে গতকাল কে বা কারা দুই টুকরো করে রেখে যায় মেসির মূর্তি। এখনো জানা যায়নি যে, মূর্তিটি আগের হালে ফিরিয়ে আনা হবে নাকি পুরোপুরি সরিয়ে ফেলা হবে। পুলিশ বলছে, এই ঘটনার কোনো আগাম সতর্কবার্তা পাননি তাঁরা। দোষীদের খুঁজে বের করার আশ্বাসও দিয়েছেন।